Watch, Mumbai Test: থ্রোডাউন করছেন Dravid, আগুনে মেজাজে Kohli, রইল ভিডিও
আগামিকাল অর্থাৎ ৩ ডিসেম্বর থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট।
নিজস্ব প্রতিবেদন: কানপুর টেস্টে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। মুম্বই টেস্টে ফের দলে বিরাট কোহলি (Virat Kohli)। বাণিজ্যনগরীতে বৃষ্টির জন্য মাঠে বৃহস্পতিবার প্র্যাকটিস করেনি টিম ইন্ডিয়া। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোরে প্র্যাকটিস করল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। নেটে আগুনে মেজাজে ব্যাট করলেন ক্যাপ্টেন কোহলি। তাঁকে থ্রোডাউন দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেই ভিডিও ভারতীয় ক্রিকেট দল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল।
আগামিকাল অর্থাৎ ৩ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্ট। চলতি দু'ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কানপুর টেস্ট ড্র হওয়ায় মুম্বই টেস্টেই পাখির চোখ ভারতের। এই টেস্ট যে জিতবে, সিরিজে নাম লেখাবে সেই দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাট কোহলি-রোহিত শর্মারা পূর্ণাঙ্গ (তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-২০) সিরিজ খেলবে ডিসেম্বর-জানুয়ারিতে।
এবার ভারতেও ঢুকে পড়েছে ওমিক্রন (Omicron)! কর্ণাটকে করোনাভাইরাসের নয়া প্রজাতিতে আক্রান্ত দু'জনের হদিশ মিলেছে। আফ্রিকা থেকে আসা দুই নাগরিকের শরীরে ওমিক্রন বাসা বেঁধেছে। করোনা আতঙ্কে বিরাট কোহলি অ্যান্ড কোং-এর নেলসন ম্যান্ডেলার দেশে যাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোহলিও প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন যে, ভারত-দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এখনও কিছু বলার সময় আসেনি। তবে দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্তে আসবে বিসিসিআই।