জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (The Board of Control for Cricket in India, BCCI) গত ডিসেম্বরেই ক্রিকেট ফিয়েস্তার ঘোষণা করে দিয়েছিল। চলতি বছর জানুয়ারি-মার্চ পর্যন্ত রোহিত শর্মারা (Rohit Sharma) নিজেদের ঘরের মাঠে লাগাতার ক্রিকেট খেলবেন। ভারত সফরে একের পর এক ক্রিকেটের হেভিওয়েটরা। এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে টি-২০ ও ওয়ানডে সিরিজে চুনকাম করেছে টিম ইন্ডিয়া। এবার আসছে দুই মহাশক্তিধর; নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিউয়িদের বিরুদ্ধে রোহিতরা খেলবেন তিন ম্যাচের ওয়ানডে ও সম সংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ। আগামী বুধবার হায়দরাবাদে ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ। আর কিউয়িদের বিরুদ্ধে বিরাট ইতিহাস লেখার হাতছানি রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) সামনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি? নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি, দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে রেকর্ড অসাধারণ। কোহলি পাঁচটি আন্তর্জাতিক শতরান রয়েছে। আর এবার যদি জোড়া সেঞ্চুরি করতে পারেন তিনি, তাহলে কিংবদন্তি রিকি পন্টিং ও বীরেন্দ্র শেহওয়াগকে টপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরিকারী ক্রিকেটার হবেন তিনিই। কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৬টি ওয়ানডে ম্যাচে ১৩৭৮ রান করেছেন ৫৯.৯১ এর গড়ে। কোহলির স্ট্রাইকরেট ৯৪.৬৪। পাঁচটি শতরানের ( ২০১০ সালে গুয়াহাটিতে ১০৫, ২০১৪ সালে নেপিয়ারে ১২৩, ২০১৬ সালে মোহালিতে অপরাজিত ১৫৪, ২০১৭ সালে ওয়াংখেড়েতে ১২১ ও কানপুরে ১১৩) সঙ্গেই রয়েছে আটটি অর্ধ-শতরান।


আরও পড়ুন: Virat Kohli | IND vs SL: তিরুঅনন্তপুরমে কোহলির তাণ্ডব! ধোনি-সচিনকে টপকে লিখলেন ইতিহাস


নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরিকারী যাঁরা:
১) রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৬ সেঞ্চুরি, ৫১ ম্যাচ
২) বীরেন্দ্র শেহওয়াগ (ভারত) ৬ সেঞ্চুরি, ২৩ ম্যাচ
৩) সনথ জয়সূর্য (শ্রীলঙ্কা) ৫ সেঞ্চুরি, ৪৭ ম্যাচ
৪) বিরাট কোহলি (ভারত) ৫ সেঞ্চুরি, ২৬ ম্যাচ
৫) সচিন তেন্ডুলকর (ভারত) ৫ সেঞ্চুরি, ৪২ ম্য়াচ


নিউজিল্যান্ডের ভারতের ওয়ানডে সূচি:
১৮ জানুয়ারি, প্রথম ওয়ানডে, হায়দরাবাদ
২১ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, রায়পুর
২৪ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, ইন্দোর


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমরান মালিক 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)