Mumbai Test: Wriddhiman Saha র চোট নিয়ে বড় আপডেট দিলেন ক্যাপ্টেন Virat Kohli
কাঁধের যন্ত্রণা নিয়েই ঋদ্ধি ব্যাট করেছিলেন।
নিজস্ব প্রতিবেদন: ঘাড়ের সমস্যা কাটিয়ে ফের মাঠে নামার জন্য প্রস্তুত ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আগামিকাল মুম্বই টেস্টে (Mumbai Test) নামার আগে ফিট ভারতীয় দলের বঙ্গজ উইকেটকিপার-ব্যাটার। শুক্রবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। তার আগে ঋদ্ধিমানের চোট নিয়ে আপডেট দিয়ে দিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, "এখনও পর্যন্ত ফিট ঋদ্ধিমান। ও ঘাড়ের সমস্যা থেকে সেরে উঠেছে। একদম ঠিক আছে।" কোহিলর কথাতেই পরিস্কার হয়ে গেল যে, আগামিকাল উইকেটের পিছনে কেএস ভারত (KS Bharat) নন, থাকছেন ঋদ্ধিমানই। তিনি আরও জানান,"দলের কম্বিনেশন নিয়ে দ্রুত কথা বলব। আবহাওয়া বদল হচ্ছে। সেটা মাথায় রাখতে হবে। সেই বুঝেই আমাদের কম্বিনেশন ঠিক করতে হবে। দিনের শেষে কেউ আগাম আন্দাজ করতে পারে না যে, আগামী পাঁচদিন আবহাওয়া ঠিক কেমন হবে। সেই বুঝে আমরা ভিন্ন পরিস্থিতি বুঝে বোলিং কম্বিনেশন ঠিক করতে হবে।"
আরও পড়ুন: Mumbai Test: জন্মভিটে মুম্বইতে খেলার আগে আবেগি Ajaz Patel!
কানপুরে ঘাড়ে চোট নিয়েও দ্বিতীয় ইনিংসে ৬১ রানে অপরাজিত ছিলেন ঋদ্ধি। কিন্তু কিপিংয়ের সময়ে অস্বস্থি অনুভব করায় তাঁর বদলি হিসেবে দুই ইনিংসে কে এস ভারতকে দেখা গিয়েছিল। ভারতের তিন স্পিনারের বিরুদ্ধে নজর কেরেছিলেন এই তরুণ উইকেটকিপার। তাছাড়া প্রথম ইনিংসে মাত্র ১ রানে আউট হওয়ার জন্য অনেকে ঋদ্ধির আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি দেওয়ার কথাও বলেছিল। তবে সব কটাক্ষের জবাব ব্যাট হাতে দিয়েছিলেন পাপালি। যদিও দ্বিতীয় টেস্টের আগে তাঁকে নিয়ে বিশেষ চিন্তা করেছিল টিম ম্যানেজমেন্ট।