WTC Final: বৃষ্টির ভ্রুকুটিতে স্থগিত প্রথম সেশনের খেলা, মাঠ পরিদর্শনে ম্যাচ অফিসিয়ালরা
প্রথমদিনের ম্যাচ ঘিরেও তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ।
নিজস্ব প্রতিবেদন: বৃষ্টির কারণে স্থগিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচের (WTC Final) প্রথম সেশনের খেলা। এক ঘণ্টা আগে ম্যাচ শুরু হলেও, বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা স্থগিত করতে বাধ্য হন ম্যাচ আয়োজকরা। টুইট করে ম্যাচ স্থগিত হওয়ার কথা জানাল বিসিসিআই (BCCI)। তবে আজকের মতো খেলা বাতিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।
বৃষ্টির সতর্কতা থাকায় আজ এক ঘণ্টা আগে শুরু হয় ভারত-ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে বৃষ্টি শুরু হওয়ায় প্রথম সেশনের খেলায় বাধা পড়ে। লাঞ্চ ব্রেকের পর খেলা শুরু হবে কিনা, তাও আবহাওয়ার উপর নির্ভর করছে। যদি আজকের খেলা বাতিল হয়, তবে ছ’দিন পর্যন্ত গড়াতে পারে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমনকি আজ খেলা শুরু হলেও, যত ওভার খেলা বাকি থেকে যাবে, আগামিকাল একটু আগে থেকে খেলা শুরু করে, তা খেলে নেওয়া হতে পারে।
আরও পড়ুন: Copa America: পেরুকে উড়িয়ে জয় ব্রাজিলের, নেইমারও পেলেন গোল
আরও পড়ুন: CocaCola-র পুরোনো বিজ্ঞাপনে Ronaldo! ভাইরাল হতেই বিতর্ক নেটদুনিয়ায়