Copa America: পেরুকে উড়িয়ে জয় ব্রাজিলের, নেইমারও পেলেন গোল

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আপাতত আয়োজক দেশ ব্রাজিলই।

Updated By: Jun 18, 2021, 02:06 PM IST
Copa America: পেরুকে উড়িয়ে জয় ব্রাজিলের, নেইমারও পেলেন গোল

নিজস্ব প্রতিবেদন- আবারও জয়। এবার আরও বড় জয়। কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচেও জিতল ব্রাজিল। পেরুকে ৪-০ গোলে হারিয়ে দিলেন নেইমাররা। শুক্রবারের ম্যাচেও গোল পেলেন নেইমার। যদিও প্রথমার্ধে পেরুর বিরুদ্ধে ব্রাজিলকে গোল করে এগিয়ে দেন এগিয়ে অ্যালেক্স সান্দ্রো। ১২ মিনিটের মাথায় প্রথম  গোলটি করেন তিনি। নেইমারের ক্রস এসে পৌঁছোয় গ্যাব্রিয়াল জেসুসের কাছে। তিনিই আ্যালেক্স সান্দ্রেকো পাস বাড়ান।সান্দ্রো বলটি গোলে পাঠাতে বিন্দুমাত্র ভুল করেন নি। প্রথমার্ধে ব্রাজিল এই এক গোলেই এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের ঢেউ তুলে পেরুকে স্বস্তি দেন নি নেইমাররা।

দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের মাথায় ফ্রেডের পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ালেন এভারটন রিবেইরো। রিচার্লিসনের পাস থেকে গোল করেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই গোল করলেন রিচার্লিসনও। ম্যাচের অতিরিক্ত সময় গোল করেন তিনি।

 

 

প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল ব্রাজিল। ২ ম্যাচে ৭ গোল করলেন নেইমাররা। এখনও অবধি তাঁদের বিরুদ্ধে একটিও গোল হয়নি। ব্রাজিলের পরেরে ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে। ২৪ জুন হবে সেই ম্যাচ। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আপাতত আয়োজক দেশ ব্রাজিলই।

আরও পড়ুন: CocaCola-র পুরোনো বিজ্ঞাপনে Ronaldo! ভাইরাল হতেই বিতর্ক নেটদুনিয়ায়

.