নিজস্ব প্রতিবেদন:  ক্রিকেট হয়তো চরম অনিশ্চয়তার খেলা। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে দুই ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল এবং দিব্যাংশ সাক্সেনা যে ভাবে পাক বোলারদের সামলাচ্ছেন তাতে জয়ের ভিত অন্তত তৈরি হয়ে গিয়েছে বলা চলে। ভারতীয় ওপেনারদের ওপর সেভাবে কোনও প্রভাব ফেলতেই পারেননি পাক বোলাররা। হাফ সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন যশস্বী। পাকিস্তানের ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৫ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ১০৯ রান। ৫৯ রানে ক্রিজে রয়েছে যশস্বী আর দিব্যাংশ ৪৩ রানে নটআউট রয়েছেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পতচেফস্ট্রফ টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক রোহিল নাজির। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রবি বিশনোই, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগীর দাপুটে বোলিংয়ে পুরো ৫০ ওভার ব্যাটই করতে পারল না পাক যুব দল। ওপেনার হায়দর আলি (৫৬) আর  অধিনায়ক রোহিল নাজিরের (৬২) হাফ সেঞ্চুরিতে ভর করে শেষপর্যন্ত ১৭২ রান তোলে পাকিস্তান। ভারতের হয়ে ৩টি উইকেট নেন সুশান্ত মিশ্র। ২টি করে উইকেট নেন রবি বিশনোই ও কার্তিক ত্যাগী। একটি করে উইকেট নেন আথর্ব আনকোলেকর এবং যশস্বী জসওয়াল।  


 


আরও পড়ুন - জোড়া জাতীয় রেকর্ড গড়ে সৌরভের শহরে বাজিমাত মীরাবাঈ চানুর