নিজস্ব প্রতিবেদন: টসের সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্ক অত্যন্ত খারাপ। তাঁর ভাগ্যে টস জয় ব্যাপারটাই নেই সেই অর্থে! চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পরপর টানা তিন ম্যাচ টস হেরেছেন ভারত অধিনায়ক। শুধু তাই নয় কোহলি শেষ ১৪ ম্য়াচের মধ্যে ১৩ বারই টস হেরেছে। অবশেষে শুক্রবার স্কটল্যান্ডের (India vs Scotland) বিরুদ্ধে দুবাইয়ে টস জিতেছেন ক্যাপ্টেন কোহলি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WT20: Anil Kapoor-কে নকল করে 'মাই নেম ইজ লখণ' গানে মাঠেই নেচে দিলেন Virat Kohli! ভাইরাল ভিডিও



কোহলির টস জয়ের ঘটনাটি ঘটল তাঁর ৩৩তম জন্মদিনে। যা নিয়ে নিজেই হেসে ফেললেন কোহলি। করলেন সরস মন্তব্য। কোহলি টস জিতে বলেন, "শিশির বড় একটা ফ্যাক্টর। এটা মাথায় রেখেই আমরা প্রথমে বল করব। পরিস্থিতি যদি সঙ্গ দেয় তাহলে চেষ্টা করব অল্প রানে স্কটল্যান্ডকে বেঁধে রাখার। জন্মদিনের দিন টস জিতলাম। এখন মনে হচ্ছে আমার জন্মদিনেই প্রথম ম্যাচ খেলা উচিত ছিল।" 


আরও পড়ুন: New Zealand tour of India: ম্যাচের আগে ইডেন ঘুরে খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধি দল


টস ভাগ্য বললে এমএস ধোনির কথাই সবার আগে মাথায় আসে ফ্যানেদের। টেস্টে ধোনি ৬০ বার টস করে ২৬ বার জিতেছেন। ওয়ানডে ফর্ম্যাটে ২০০ বার টস করে তিনি ৯৭ বার ঠিক সদ্ধান্ত নিয়েছেন। ৭২টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ধোনি ৩৫ বার টস জেতেন। হিসাব বলছে সব ফর্ম্যাট মিলিয়ে ৩৩২ ম্যাচে ১৫৮ বার কয়েন তাঁর নির্দেশ শুনেছে। কোহলির টস ভাগ্য নিয়েও প্রচুর কথাই হয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)