নিজস্ব প্রতিবেদন: ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ঝকঝকে সেঞ্চুরিতে ভর করে ভারত প্রথম দিনের শেষেই দারুণ জায়গায়। রবিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের (SA VS IND) তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরু হয়েছে। বক্সিং-ডে টেস্টে মুখোমুখি বিরাট কোহলি (Virat Kohli) বনাম ডিন এলগার (Dean Elgar)। প্রথম দিনেই লাইমলাইট কেড়ে নিলেন রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। রাহুলের অপরাজিত ১২২ রানের ইনিংসের সৌজন্যে ভারত দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৭২ রান তুলল স্কোরবোর্ডে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এদিন টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। রাহুল-ময়াঙ্ক আগরওয়াল এদিন ওপেন করতে নেমে ১১৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। এই দুই ওপেনারের সুবাদেই ভারতের শুরুটা দারুণ মেজাজে হয়। ময়াঙ্ক এদিন ৬০ রান করে লুঙ্গি নিদির বলে এলবিডব্লিউ হয়ে যান। ময়ঙ্ক তাঁর টেস্ট কেরিয়ায়ে ৬ নম্বর হাফ-সেঞ্চুরি করেন। ময়াঙ্ক ফেরার পর তিনে নামেন চেতেশ্বর পূজারা। তিনে ব্যাট করতে নেমে প্রথম বলেই ডাক হন পূজারা। আবারও ব্যর্থতা সঙ্গী হয় তাঁর। লুঙ্গি নিদির প্রথম বলই পূজারার ব্যাটে লেগে উঠে যায়। পরিবর্ত ফিল্ডার কিগান পিটারসেন ডাইভ দিয়ে দারুণ ক্যাচ তালুবন্দি করেন।


আরও পড়ুন: KL Rahul: সেঞ্চুরিয়নে দুরন্ত সেঞ্চুরি রাহুলের,স্পর্শ করলেন সচিন-বিরাটকে



এরপর রাহুলের হাত শক্ত করতে আসেন ক্যাপ্টেন কোহলি। তিনিও ফের একবার বড় রান করতে ব্যর্থ হন। বিরাটের ইনিংস থামে ৩৫ রানে। নিদির বলে মাল্ডারের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। এরপর রাহুল পাশে পান অজিঙ্কা রাহানেকে। রাহানে ৪০ রানে দিনের শেষে অপরাজিত রয়েছেন। অন্যদিকে রাহুল তাঁর টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি করে ফেলেন। ভারতের শুরুটাই বলে দিচ্ছে যে, প্রথম ইনিংসে বড় রান করেই মাঠ ছাড়বেন বিরাটরা। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App