নিজস্ব প্রতিবেদন: রাহুল দ্রাবিড়ের অবসরের মতো কপিবুক ক্রিকেটের 'ব্যাট' এখন চেতেশ্বর পূজারার হাতে। ক্রিজে তাঁর ধৈর্য্য ইতিমধ্যেই সমীহ আদায় করে নিয়েছে সমালোচকদের। সেই ধৈর্য্যের পরীক্ষাই নিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। বলা ভাল, পূজারাই পরীক্ষা নিলেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়ান্ডারর্সে তৃতীয় টেস্টের প্রথম দিনে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ক্রিজে তখন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকান বোলারদের আগুনে গতি সামলে পূজারা প্রথম রান করলেন ৫৪ তম বলে। ৫৩ বল খেলেও তাঁর ব্যাট কোনও রান আসেনি। প্রায় ৯০ মিনিট কাটানোর পর রান করলেন পূজারা। তবে এদিন অর্ধ শতরান করেন তিনি। 


আরও পড়ুন- সবুজ পিচে গড়াগড়ি খেল 'বিশ্বসেরা' ব্যাটিং, ১৮৭ রানে অলআউট


পূজারার এই ইনিংসের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় মস্করা। 








এর আগে ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৭ বলে প্রথম রান করেছিলেন ভারতের রাজেশ চৌহান। ২০১১ সালের পর মন্থর ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে চেতেশ্বর পূজারা। তাঁর আগে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬১ বলে ১ রান করেছিলেন তিনি।