নিজস্ব প্রতিবেদন: গত ম্যাচে শতরান হাতছাড়া হয়েছিল শিখর ধবনের। তবে সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নিলেন শততম ওয়ান ডে ম্যাচে। শিখর ধবনের ব্যাট থেকে এল ঝকঝকে সেঞ্চুরি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম ভারতীয় হিসেবে শততম ম্যাচে শতরানের কৃতিত্ব গড়লেন শিখর ধবন। এদিনও শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। ম্যাচের হাল ধরেন ধবন-কোহলি। ভারত অধিনায়কের ব্যাট থেকে আসে অর্ধ শতরান। তাঁর কেরিয়ারের ৪৬ তম। আরও একটা শতরানের দিকে এগোচ্ছিলেন কোহলি। তবে ৭৫ রানেই থেমে যেতে হয়। মরিসের বলে তুলে খেলতে গিয়েছিলেন কোহলি। তালুবন্দি করেন ডেভিড মিলার। তবে আউট হওয়ার আগে প্রত্যাশিতভাবেই নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। মহম্মদ আজহারউদ্দিনকে পেরিয়ে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় প্রথম পাঁচে ঢুকলেন।



কোহলি আউট হওয়ার পর শতরান করেন শিখর ধবন। কেরিয়ারের ১৩ তম সেঞ্চুরি। মাত্র ১০০টি ম্যাচ খেলেই ১৩টি শতরান ঝুলিতে পুরেছেন শিখর ধবন। মাঠের চারদিকেই চোখ ধাঁধানো শট খেলেছেন এই বাঁ হাতি। বজ্রপাতের জেরে আপাতত বন্ধ রয়েছে খেলা। 


আরও পড়ুন- আমলাদের ঘায়েল করতে কবজির মোচড়ে স্পিনের অনুশীলন পেস বোলারদের