প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে `স্ম্যাশিং মোডে` হার্দিক পাণ্ডিয়া, দেখুন ভিডিয়ো
অস্ত্রোপচারের পর রিহ্যাব, চোট সারিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনের পর থেকেই বিধ্বংসী মেজাজে রয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন : চোট সারিয়ে আবার ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে নেটে 'স্ম্যাশিং মোডে' পাওয়া গেল হার্দিক পাণ্ডিয়াকে।
২০১৯ সালে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। তারপর থেকেই চোটের কারণে জাতীয় দলের বাইরে হার্দিক পাণ্ডিয়া। ফের জাতীয় দলের নেটে ফিরেছেন হার্দিক। ধরমশালায় ব্যাট হাতে নেটেই যেন ঝড় তুললেন হার্দিক পাণ্ডিয়া। ব্যাটের মাঝখান দিয়ে বল হিট করার যে শব্দ তাতেই বোঝা যাচ্ছে মারকাটারি মেজাজেই রয়েছেন হার্দিক।
অস্ত্রোপচারের পর রিহ্যাব, চোট সারিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনের পর থেকেই বিধ্বংসী মেজাজে রয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ডি.ওয়াই পাতিল টি-২০ কাপে টপ গিয়ারে পাওয়া গিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। ৩৭ বলে সেঞ্চুরি করেছেন আবার ৫৫ বলে ১৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। ফাইনালে রান না পালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামার আগে ফর্মে যে তিনি রয়েছেন সে ইঙ্গিত স্পষ্ট।
আরও পড়ুন - দক্ষিণ আফ্রিকা সিরিজেই বিরাট রেকর্ডের হাতছানি কিং কোহলির সামনে, ছুঁয়ে ফেলতে পারেন সচিনকেও