নেতা এখনও ধোনিই, উইকেটকিপিংয়ের সঙ্গেই নির্দেশ বোলারদের, ভাইরাল ভিডিও
স্টাম্প মাইকে শোনা গেল ধোনির কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি অধিনায়ক হতে পারেন, তবে ওয়ান ডে-তে ধোনিই চালাচ্ছেন দল। বোলারদের কার্যত নেতৃত্ব দিচ্ছেন মাহিভাই। কোথায় বল ফেলতে হবে বলে দিচ্ছেন বোলারদের। উত্সাহ দিচ্ছেন ফিল্ডারদের। উইকেটের পিছনে সবসময় সচল মাহির শীতল মস্তিষ্ক।
ব্যাটে ও উইকেটকিপিংয়ে ধোনি কি করতে পারেন! তা ভালমত জানে ক্রিকেটবিশ্ব। অধিনায়ক ধোনির রেকর্ডও সোনায় বাঁধানো। একদিনের দলের অধিনায়কত্ব ছেড়েছেন প্রায় বছরখানেক আগে। কিন্তু, দলের নেতা এখনও মহেন্দ্রই। স্টাম্প মাইকে ধোনির পরামর্শ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিও দেখা যাচ্ছে, কীভাবে তরুণদের টিপস দিয়ে সাহায্য করছেন মাহিভাই।
আরও পড়ুন- অনুর্ধ্ব ১৯ বিশ্ব একাদশে ঠাঁই পেলেন ৫ ভারতীয়
কুলদীপ যাদব থেকে যুজবেন্দ্র চহল-সবাই এক বাক্যে স্বীকার করেন, কীভাবে তাঁদের পদে পদে পরামর্শ দেন ধোনি। আর ভারতের প্রাক্তন অধিনায়কের উপদেশে সুফলও পেয়েছেন তাঁরা। আইপিএলের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার জয়দেব উনাদকাট দিন কয়েক আগে বলেছিলেন, পুণেতে ধোনির টিপস ভাল বোলার হতে সাহায্য করেছে। এবার মাহিকে মিস করবেন তিনি।
আরও পড়ুন- ২৫ সাল বাদ দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া