নিজস্ব প্রতিবেদন: স্টেট ক্রিকেটে দারুণ পারফর্ম করার পর একদিনের ক্রিকেট দলে জায়গা করে নিলেন দক্ষিণ আফ্রিকার উঠতি স্পিডস্টার লুঙ্গি এনগিডি। দক্ষিণ আফ্রিকার একদিনের দলে অভিষেক হতে চলেছে তাঁর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ৬টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিরিজ।  তার আগে একদিনের সিরিজের দল নির্বাচন করল দক্ষিণ আফ্রিকা বোর্ড। সেই দলে ঠাঁই পেলেন লুঙ্গি এনগিডি। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি তিনি।


কেপটাউনে দ্বিতীয় স্টেটে লুঙ্গির গতির কাছে হার মেনেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ম্যাচ জেতানো পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন লুঙ্গি এনডিগি।  ফলে একদিনের সিরিজেও বিরাটবাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। চোট সারিয়ে রঙিন জার্সিতে ফিরেছেন ক্রিস মরিস ও মর্নি মর্কেল। 


আরও পড়ুন- চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিং নিয়ে মস্করা সোশ্যাল মিডিয়ায়


দক্ষিণ আফ্রিকার একদিনের দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাসিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডেভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, এডেন মারকরাম, ডেভিড মিলার, মর্নি মর্কেল, ক্রিস মরিস, লুঙ্গি এনডিগি, অ্যান্ডিল পেহলুকওয়া, কাগিসো রাবাড়া, তাবরেড শামসি ও খেয়ালিহলে জোন্ডো