মুরলির পর পূজারা, ভারতের জোড়া সেঞ্চুরিতে বেকায়দায় শ্রীলঙ্কা
দিনের শেষে ১২১ রানে ক্রিজে রয়েছেন পূজারা। অন্যদিকে, কোহলিও নিজের অর্ধ্বশতরান পূর্ণ করেন
নিজস্ব প্রতিবেদন: মুরলি বিজয়ের পর চেতশ্বর পূজারার শতরানে যথেষ্ট বেকায়াদায় শ্রীলঙ্কা। নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ৩১২ রান করল ভারত। দিনের শেষে শ্রীলঙ্কার থেকে ১০৭ রানে এগিয়ে ভারত।
গতকালের ১ উইকেটে ১১ রান হাতে নিয়ে শনিবার ব্যাট করতে নামে ভারত। আর নেমেই ক্রিজে জমে যান মুরলি বিজয় ও চেতশ্বর পূজারা। ২১৬ রানের মাথায় আজ ভারতের দ্বিতীয় উইকেটের পতন হয়। ব্যক্তিগত ১২৮ রানে আউট হন মুরলি বিজয়। ততক্ষণে ক্রিজে জমে গিয়েছেন পূজারা। তাঁকে যোগ্য সঙ্গও দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। দিনের খেলা শেষ হওয়ার আগেই টেস্টে নিজের ১৪তম শতরানটি করে ফেলেন পূজারা।
পূজারাকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন কোহলি। দিনের শেষে ১২১ রানে ক্রিজে রয়েছেন পূজারা। অন্যদিকে, কোহলিও নিজের অর্ধ্বশতরান পূর্ণ করেন।
আরও পড়ুন-রাতে বাইরে থেকে কারা ঢুকছে বীজপুরে, ২৪ ঘণ্টার কাছে চাঞ্চল্যকর দাবি শুভ্রাংশুর