ওয়েব ডেস্ক: টেস্ট সিরিজ শুরু ২৬ তারিখ থেকে। তার আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এবং প্রস্তুতি ম্যাচের বিচার করলে, টিম ইন্ডিয়ার পক্ষে অনেক কিছুই এখনও পর্যন্ত বেশ ইতিবাচক। এই ম্যাচে প্রথমে ব্যাট করেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ তোলে ১৮৭ রান। অথচ, একটা সময় তাদের রান ছিল এক উইকেটে ১৩৮! সেখান থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তাঁরা। কূলদীপ যাদব নেন ৪ টি উইকেট। তিনটে উইকেট নেন ইশান্ত শর্মা। দুটো উইকেট পেয়েছেন মহম্মদ শামিও। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ৭৪ রান করেন গুনতিলকা। এবং ৫৯ রান করেন থিরিমান্নে। এছাড়া তাঁদের আর কোনও ব্যাটসম্যান বলার মতো রান করেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মেয়েদের বিশ্বকাপের ফাইনালে জিতবে কে, কী বললেন সৌরভ গাঙ্গুলি?


জবাবে ব্যাট করতে নেমে ভারতের রান এখন ৫ উইকেটে ১৭৭। দীর্ঘদিন বাদে মাঠে ফিরে ৫৪ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। অভিনব মুকুন্দ অবশ্য রান পাননি। তিনি প্রথম বলেই আউট হয়ে যান। পুজারা করেছেন ১২ রান। বিরাট কোহলি অবশ্য ৫৩ রান করেছেন। ৪০ রান করেছেন রাহানেও।


আরও পড়ুন  হরমনপ্রীত কউরের গর্বিত মা সরাসরি আঙুল তুললেন সমাজের দিকে