নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট শেষ করার পরেই, ভারত আমন্ত্রণ জানাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কাকে। ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) তিনটি টি-২০ ও জোড়া টেস্ট খেলবে। আগে জানা গিয়েছিল যে, লাল বলের ক্রিকেটে জোড়া ম্যাচের পরেই হবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের তিনটি ম্যাচ। কিন্তু বিষয়টি উল্টে গেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় ক্রিকেট বোর্ড (The Board of Control for Cricket in India) মঙ্গলবার জানিয়ে দিল যে, ভারত-শ্রীলঙ্কার বাইশ গজের লড়াই শুরু হবে টি-২০ ম্যাচ দিয়েই। টেস্ট হবে পরে। বিসিসিআই এদিন লেখে, "শ্রীলঙ্কা প্রথমে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। তারপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, এই টেস্ট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।" প্রথম টি-২০ ম্যাচ হবে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে। নিজামের শহরে প্রথম ম্যাচের পর, পরের দু'টি ম্য়াচ অনুষ্ঠিত হবে শৈলশহর ধরমশালায়। প্রথম টেস্ট হবে মোহালিতে। দ্বিতীয় টেস্ট হবে বেঙ্গালুরুতে।


আরও পড়ুন: IPL Auction 2022: '৩ বছরে ২ বার অস্ত্রোপচার! ৮ কোটিতে কেউ আর্চারকে নেয়!' বিস্ফোরক প্রাক্তন নাইট



ভারত বনাম শ্রীলঙ্কা সম্পূর্ণ সূচি


প্রথম টি-২০ ম্যাচ- ২৪ ফেব্রুয়ারি, লখনউ
দ্বিতীয় টি-২০ ম্যাচ- ২৬ ফেব্রুয়ারি, ধরমশালা
তৃতীয় টি-২০ ম্যাচ-২৭ ফেব্রুয়ারি, ধরমশালা


প্রথম টেস্ট- ৪ থেকে ৮ মার্চ, মোহালি
দ্বিতীয় টেস্ট- ১২ থেকে ১৬ মার্চ, বেঙ্গালুরু
 
২০২১ সালের জুলাই মাসে ভারত শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল। তারপর ফের সাদা বলের ক্রিকেটে মুখোমুখি দুই দেশ। সেবার রবি শাস্ত্রীর বদলে শিখর ধাওয়ানদের নিয়ে দ্বীপরাষ্ট্রে স্ট্যান্ড-ইন কোচ হিসাবে উড়ে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এবার দ্রাবিড় পূর্ণদায়িত্ব প্রাপ্ত জাতীয় দলের কোচ। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ভারত ওয়ানডে সিরিজ ২-১ জিতেছিল। কিন্তু কোভিড বিধ্বস্ত ভারতীয় দল টি-২০ সিরিজ খুইয়েছিল। এবার দেখার কী হয়!


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App