নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের দলে ছিলেন না রোহিত শর্মা। এশিয়া কাপে দারুণ খেলা রোহিত শর্মা টেস্ট দলে এবারও ব্রাত্য। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের দলেও রোহিতকে রাখেননি নির্বাচকরা। আর এতেই বেশ অবাক হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রোহিতকে টেস্ট দলে না দেখে রীতিমতো অবাক হয়েছেন হরভজন সিং। সেই সঙ্গে নির্বাচকদের এক হাত নিতেও ছাড়েন নি ভাজ্জি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এশিয়া কাপ জয়ী রোহিতকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সৌরভ। সেই সঙ্গে টেস্ট দল থেকে রোহিতের বাদ পড়া নিয়ে টুইট করে তিনি লিখেছেন, " ...রোহিত শর্মা অসাধারণ! টেস্ট দলে যখনই রোহিতের নাম চোখে পড়ে না, তখনই অবাক হই। তবে রোহিতের টেস্ট দলে আসা আর বেশি দূরের নয়।" 



প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ টেস্ট খেলেছিলেন রোহিত। সিরিজের প্রথম দুই টেস্টে তাঁর রান ছিল ১০, ১১, ১০ ও ৪৭। সিরিজের শেষ টেস্টে বাদ পড়েন তিনি। তারপর থেকে আর ভারতীয় টেস্ট দলে জায়গা পাননি রোহিত। রোহিতকে টেস্ট দলে না নেওয়ায় সৌরভের মতো বেজায় চটেছেন হরভজন সিং। ভাজ্জি টুইট করে লিখেছেন, "ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে রোহিতের জায়গা হল না। নির্বাচকরা সত্যি কী ভাবছেন বলুন তো? কারও কাছে এ নিয়ে কোনও ক্লু আছে।দয়া করে আমাকে একটু বলবেন, আমি কী করে এই সিদ্ধান্ত হজম করব?" শুধু সৌরভ বা হরভজন নন। ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছেন রোহিতের টেস্ট দলে না থাকা নিয়ে।