জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয় দিনের তৃতীয় সেশনেই অস্ট্রেলিয়ার খেল খতম করে দিল ভারত, যা হওয়ার ছিল ঠিক সেটাই হল, হাতে পুরো দু'দিন রেখেই পারথ পকেটে পুরে ফেলল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) দুর্ধর্ষ ভারত। সোমবার অপটাস স্টেডিয়ামে, ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, চলতি বর্ডার-গাভাসকর (BGT 2024) ট্রফির প্রথম টেস্ট হেসেখেলে জিতে নিল। এর সঙ্গেই সিরিজে ১-০ এগিয়ে গেল। অজিদের পারথ জয়ের টার্গেট ছিল ৫২২ রান! বুমরাদের প্রয়োজন ছিল ৭ শিকারের। অস্ট্রেলিয়ার অতি বড় সমর্থকও এই টেস্ট জয়ের স্বপ্ন দেখেননি, অন্য়দিকে ভারতের কাছে এই জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। এদিন চা-পান করে এসেই সেটা করে ফেললেন বুমরারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নীতা মুখ ফেরাতেই 'অবাধ‍্য'কে আপন কাব্যর! ১১.২৫ কোটিতে কমলা শিবিরে 'পকেট ডায়নামো'



নিঃসন্দেহে অলরাউন্ড পারফরম্য়ান্সেই ভারত পারথ টেস্ট জিতল, তবে একজনের কথা আলাদা করে বলতেই হবে। তিনি  বুমরা। খাদের কিনারা থেকে তিনি দলকে তুলে এনেছিলেন জয়ের রাস্তায়। রোহিত শর্মার অবর্তমানে তাঁর অধিনায়কত্ব একেবারে একশোতে একশো। ৮ উইকেট তুলে নিয়ে ফের একবার বুমরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁর কাছে পিচ কোনও ফ্যাক্টর নয়, বিশ্বের যে কোনও প্রান্তেই তিনি বুম..বুম...পারফরম্য়ান্স করতে পারেন।


আরও পড়ুন: শুধু নামেই নন, তিনি কাজেও যশস্বী, ভেঙে তছনছ রেকর্ডের পর রেকর্ড...


প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল। চরম ব্য়াটিং ভরাডুবিতে একমাত্র উজ্জ্বল ছিলেন ঋষভ পন্থ (৩৭) ও নীতীশ কুমার রেড্ডি (৪১)। জোশ হ্য়াজেলউড একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। দুই উইকেট করে নেন মিচেল স্টার্ক, প্য়াট কামিন্স ও মিচেল মার্শ। ভারত যে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে, সেই বিশ্বাস বুমরাই দলকে দিয়েছেন। একাই অস্ট্রেলিয়ার শিরদাঁড়া ভেঙে দেন তিনি। পাঁচ উইকেট তুলে খেলা ঘুরিয়ে দেন। ১০৪ রানে শেষ হয়ে যায় কামিন্স বাহিনী। অস্ট্রেলিয়ার সর্বাধিক স্কোরার ছিলেন স্টার্ক। ১১২ বল খেলে তিনি ২৬ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। হর্ষিত তুলে নেন তিন উইকেট। দুই উইকেট পান মহম্মদ সিরাজ। 


দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ২০১ রানের ঐতিহাসিক পার্টনারশিপ গড়ে ভারতকে বড় রানের মঞ্চ গড়ে দিয়েছিলেন। যশস্বী করেছেন ১৬১ রান। রাহুল ৭৭ রান করে ছন্দে ফিরেছেন। চারে নেমে বিরাট করেন শতরান। দ্বিতীয় ইনিংসে ৪৮৭/৬ রানে ভারত ডিক্লেয়ার করেছে। জয়ের জন্য় ভারত ৫৩৪ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে। গতকালই ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এদিন বাকি সাত উইকেট নিতেও চাপ হয়নি ভারতের। দ্বিতীয় ইনিংসে বুমরা ও সিরাজ তিন উইকেট করে নিয়েছেন। হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি পান এক উইকেট করে। দুই উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই মাসে ভারত-অস্ট্রেলিয়ার আর মুখোমুখি হচ্ছে না। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্য়াডিলেডে শুরু দ্বিতীয় টেস্ট।


আরও পড়ুন: বেস প্রাইসের ১২ গুন দাম দিলেন শাহরুখরা ! ২৩.৭৫ কোটিতে কলকাতায় ৬ ফুট ৪ ইঞ্চির স্টার!


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)