EXPLAINED | Yashasvi Jaiswal: শুধু নামেই নন, তিনি কাজেও যশস্বী, ভেঙে তছনছ রেকর্ডের পর রেকর্ড...

Yashasvi Jaiswal: পারথ টেস্টে শিরোনামে শুধুই যশস্বী জয়সওয়াল, একের পর এক রেকর্ড ভেঙে ফেললেন তিনি।  

Nov 24, 2024, 14:17 PM IST
1/7

যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal

একসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য় ফুচকাও বিক্রি করেছেন তিনি। তবে এসব আজ অতীত। তিনি এখন ভারতীয় দলের স্টার ওপেনার। বলে দেওয়ার আর দরকার নেই যে, কথা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে । অভাবের অন্ধকার পেরিয়ে আজ বছর বাইশের মুম্বই নিবাসী কোটি কোটি টাকার মালিক। পারথের অপটাস স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে, যশস্বী ফের বুঝিয়ে দিলেন, যেমন তাঁর নাম, তেমনই কাজ। বাইশ গজে কলার উঁচু করে দেখিয়ে দিলেন আগামীর ক্রিকেটের শিরোনামে থাকবেন শুধু তিনিই।   

2/7

যশস্বী জয়সওয়াল একাধিক রেকর্ড ভেঙে ফেললেন

 Yashasvi Jaiswal Breaks Multiple Records

জীবনে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে, যশস্বী ভেঙে তছনছ করে দিলেন একের পর এক রেকর্ড। প্রথম ইনিংসে ৮ বল খেলে কোনও রান না করেই ফিরতে হয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে তিনি অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিলেন যে, এবার ঝড় আসতে চলেছে। রবিবার পারথ টেস্টের তৃতীয় দিনে চলে আসে যশস্বীর সেঞ্চুরি। গতকাল ৯০ রানে তিনি অপরাজিত ছিলেন। ২৯৭ বলে ১৬১ রানের অসাধারণ ইনিংস খেললেন যশস্বী। ১৫টি চার ও ৩টি ছয় হাঁকিয়েছেন তরুণ ক্রিকেটার।

3/7

তৃতীয় ভারতীয় হিসেবে যশস্বীর অসাধারণ কীর্তি

Yashasvi Jaiswal Only 3rd Indian To Do So

অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট খেলতে এসে এর আগে মাত্র দু'জন ভারতীয় সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। তাঁরা-মোটগানহাল্লি জয়সিমহা ও সুনীল গাভাসকর। ১৯৬৮ সালে ব্রিসবেনে ১০১ রান করেছিলেন জয়সিমহা। এরপর কিংবদন্তি গাভাসকর ব্রিসবেনে ১১৩ রান করেছিলেন ১৯৭৭ বলে। ৪৭ বছর পর যশস্বী ফের এই কীর্তি করলেন। যদিও এই তিন ক্রিকেটারের ভিতর যশস্বী সবচেয়ে বেশি রান করেছেন।

4/7

২৩ বছর হওয়ার আগে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি

Most Test hundreds before turning 23

২৩ বছর হওয়ার আগে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিকারী ভারতীয়দের মধ্য়েও এখন যশস্বীর নাম। তালিকায় সবার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর (৮টি), দুয়ে রবি শাস্ত্রী (৫টি), তিন, চার ও পাঁচে যথাক্রমে গাভাসকর, বিনোদ কাম্বলি ও যশস্বী। এই তিন ক্রিরেটারেরই ৪টি করে সেঞ্চুরি।

5/7

২৩ বছর হওয়ার আগে এক বছরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি

Most Test hundreds in a calendar year before turning 23

২৩ বছর হওয়ার আগে এক বছরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিকারী ভারতীয়দের মধ্য়েও এখন যশস্বীর নাম। ১৯৭১ সালে গাভাসকর ৪টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন। ১৯৯৩ সালে কাম্বলি ৪টি সেঞ্চুরি করেছিলেন। ১৯৮৪ সালে শাস্ত্রী ৩টি সেঞ্চুরি করেছিলেন। ১৯৯২ সালে সচিন ৩টি সেঞ্চুরি করেছিলেন। এরপর যশস্বী ২০২৪ সালে ৩টি সেঞ্চুরি করলেন।  

6/7

বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal Edges Virat Kohli's Record

পারথের অপটাস স্টেডিয়ামে এখনও পর্যন্ত বিরাট কোহলিরই সর্বাধিক রান ছিল। ২০১৮ সালে তিনি ১২৩ রান করেছিলেন। এদিন যশস্বী ভেঙে দিলেন বিরাটের রেকর্ড। লিখিয়ে ফেললেন নিজের নাম।  

7/7

কেএল রাহুল- যশস্বী জয়সওয়াল

KL Rahul-Yashasvi Jaiswal

যশস্বী- রাহুল ইতিহাস লিখেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ক্রিকেটে ভারতীয় ওপেনিং জুটি হিসেবে সর্বাধিক রান করলেন। প্রথম উইকেটে ভারতের স্কোরবোর্ডে তাঁরা ২০১ রান যোগ করেছেন। ১৯৮৬ সালে সিডনি টেস্টে গাভাসকর ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত ১৯১ রান তুলেছিলেন ওপেন করতে নেমে। সেই রানই টপকে গেলেন রাহুল-যশস্বী।