India Women Cricketers, BCCI: প্রমিলাবাহিনীর স্মরণীয় দিন, সচিন-ঝুলন-মিতালি-হরমনপ্রীতরা সমস্বরে ধন্যবাদ জানালেন বিসিসিআই-কে
India Women Cricketers, BCCI: বোর্ডের চুক্তি অনুযায়ী, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরুষ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা করে। একদিনের ক্রিকেটে ম্যাচ ফি ৬ লক্ষ। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ পিছু তাঁরা পান ৩ লক্ষ টাকা করে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু ঐতিহাসিক নয়, একইসঙ্গে যুগান্তকারী সিদ্ধান্ত নিল রজার বিনি (Roger Binny) ও জয় শাহের (Jay Shah) বিসিসিআই (BCCI)। বাইশ গজের যুদ্ধে অনেক আগেই মহিলা দলকে স্বীকৃতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আর্থিক দিক থেকেও হরমনপ্রীত কৌর-(Harmanpreet Kaur) স্মৃতি মান্ধানাদের (Smriti Madhana) নিরাপত্তা আরও বাড়ল। কারণ আর্থিক বৈষম্যের অবসান ঘটাল বোর্ড। ফলে পিছিয়ে থাকবে না মহিলারাও। আর এই খবর জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই সিদ্ধান্তকে রীতিমতো অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর। 'মাস্টার ব্লাস্টার' টুইটারে লিখেছেন, 'ক্রিকেটে বৈষম্যের অবসান অনেক আগেই ঘটেছিল। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে খুশি।'
আজকের দিনটাকে ভারতের মহিলা ক্রিকেটের স্মরণীয় দিন বলে আ্যাখ্যা দিয়েছেন মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি টুইট করে লিখেছেন, 'ভারতের মহিলা ক্রিকেটের জন্য স্মরণীয় দিন। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি এক করে দেওয়া হয়েছে। বিসিসিআই ও জয় শাহকে ধন্যবাদ।'
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বোর্ড সচিব জয় শাহের টুইটের প্রেক্ষিতে বলেন, 'ভারতের মহিলা ক্রিকেটের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত। পুরুষ ও মহিলাদের ম্যাচ ফি এক, আগামী বছর পূর্ণাঙ্গ আইপিএল হবে, ভারতের মহিলা ক্রিকেটে নতুন এক যুগের সূচনা হতে চলেছে। এমন একটা সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জয় শাহ এবং বিসিসিআই-কে। সত্যিই খুশি আজ।'
আর এক প্রাক্তন অঞ্জুম চোপড়া টুইটে লিখেছেন, 'অনেক বড় খবর। ওয়েল ডান বিসিসিআই, জয় শাহ।' জেমাইমা রডরিগেজ টুইটে লিখেছেন, 'ভারতের মহিলা ক্রিকেটের জন্য কত বড় খবর এটা।'
বোর্ডের চুক্তি অনুযায়ী, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরুষ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা করে। একদিনের ক্রিকেটে ম্যাচ ফি ৬ লক্ষ। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ পিছু তাঁরা পান ৩ লক্ষ টাকা করে। মেয়েরা এতদিন এর চেয়ে অনেকটাই কম ম্যাচ ফি পেতেন। এবার থেকে তাঁরাও এই হারেই ম্যাচ ফি পাবেন। যদিও মোট চুক্তির পরিমাণে এখনও বিরাট বৈষম্য রয়ে গিয়েছে।