নিজস্ব প্রতিবেদন : ভারতীয় হিসেবে স্মৃতি মান্ধানার দ্রুততম হাফসেঞ্চুরি কাজে এল না। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ড্যানিয়েল ওয়াটের সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেটে ম্যাচ জিতেছে ব্রিটিশরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার মুম্বইয়ে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। দুই ওপেনার মিতালি রাজ এবং স্মৃতি মান্ধানার দাপটে ভাল শুরু করে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে হাফসেঞ্চুরি করলেন স্মৃতি। ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও গড়লেন তিনি। শেষ পর্যন্ত ৪০ বলে ৭৬ রান করেন স্মৃতি মান্ধানা। স্মৃতির ৭৬, মিতালি রাজের ৫৩ এবং হরমনপ্রীতের ৩০ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে ভারত।



১৯৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বিশেষ সমস্যা হয়নি ইংল্যান্ডের। ওপেনার ড্যানিয়েল ওয়াটের শতরানে ভর করেই ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ৬৪ বলে ১২৪ রান করেন তিনি। ১৫টি চার এবং ৫টি ছয় মারেন ওয়াট। ভারতে এসেই ওয়াট জানিয়েছিলেন ২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরে ডার্বিশায়ারে বিরাট কোহলি ওয়াটকে যে ব্যাট উপহার দিয়েছিলেন সেই ব্যাটেই রান করবেন তিনি। এদিন সেই ব্যাটেই শতরান করেছেন ড্যানিয়েল।



এক সময় বিরাটকে টুইটে বিয়ের প্রস্তাব দিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন ওয়াট। সেই বিরাট ব্যাটেই ড্যানিয়েলের শতরানে রেকর্ড রান তাড়া করে এদিন ভারতকে হারাল ইংল্যান্ড।


 



অস্ট্রেলিয়ার কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু ইংল্যান্ডের কাছে হারতে হল মিতালি-ঝুলনদের। পর পর দু'টো ম্যাচে হেরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা এখন এক প্রকার প্রশ্নের মুখে দাঁড়িয়ে।  


আরও পড়ুন - বল বিকৃতি কাণ্ডে নেতৃত্ব ছাড়লেন স্মিথ, কেপ টাউনে নেতা টিম পেইন