নিজস্ব প্রতিবেদন: মিতালি রাজের (Mithali Raj) অবসরের পর প্রথম প্রতিযোগিতা খেলতে শ্রীলঙ্কা গিয়েছে ভারতের মহিলা দল (India Women)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে লঙ্কা সফরের শুরুটা ভালই হল ভারতের। বৃহস্পতিবার প্রথম টি-২০তে শ্রীলঙ্কার মহিলা দলকে ৩৪ রানে পরাজিত করে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। মাত্র এক রান করে ফিরে যান ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তার পরের বলেই আউট হয়ে যান তিন নম্বরে ব্যাট করতে নামা সাভিনেনি মেঘানা। ১৭ রানে ২ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ভারত। 


এরপর অপর ওপেনার শেফালি বর্মা ও অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৯ রানের পার্টনারশিপ গড়েন। দলের ৫৬ রানের মাথায় ও ব্যক্তিগত ৩১ রানে ফিরে যান শেফালি। একটু পরেই ২২ রান করে ফিরে যান হরমনপ্রীত। ২৭ বলে অপরাজিত ৩৬ রান করে দলের স্কোর ১৩৮ রানে পৌছে দেন জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। শ্রীলঙ্কার হয়ে ইনোকা রানাবীরা ৩০ রান দিয়ে নেন ৩টি উইকেট। 


বল হাতে দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকারের মাপা বোলিংয়ের উত্তর ছিল না শ্রীলঙ্কার কাছে। দীপ্তি ৩ ওভারে ৯ রান দিয়ে নেন একটি উইকেট। পূজা ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ১টি উইকেট। দুজনেই একটি করে মেডেন ওভারও করেন। রাধা যাদবও ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২টি উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।


আরও পড়ুন: Ravichandran Ashwin: কোভিডকে হারিয়ে দলে যোগ দিলেন অফ স্পিনার


আরও পড়ুন: PK Banerjee Birthday: প্রবাদপ্রতিমের ৮৬তম জন্মদিনে কোন অঙ্গীকার নিল পরিবার? জেনে নিন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)