Ravichandran Ashwin: কোভিডকে হারিয়ে দলে যোগ দিলেন অফ স্পিনার

চারদিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমন গিলকে (Subhman Gill) সঙ্গে নিয়ে প্রথম উইকেটে ৩৫ রানে তোলেন রোহিত। কিন্তু গিল ব্যক্তিগত ২১ রানে আউট হতেই শুরু হয় ছন্দপতন।   

Updated By: Jun 23, 2022, 08:08 PM IST
Ravichandran Ashwin: কোভিডকে হারিয়ে দলে যোগ দিলেন অফ স্পিনার
টিম মিটিংয়ে অংশ নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের জন্য সুখবর। কোভিডকে (Covid 19) হারিয়ে দলে যোগ দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। লেস্টারের (Leicestershire) বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে তাঁকে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল। ১ জুলাই সিরিজের পঞ্চম টেস্ট খেলতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে অশ্বিন খেলবেন কিনা এখন সেটাই দেখার। কারণ, গত বছর বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে দল ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, অশ্বিন কোনও টেস্ট খেলার সুযোগ পাননি।

এ দিকে মরণ বাঁচন টেস্টের আগে ফের ব্যাটিং ভরাডুবির মুখে টিম ইন্ডিয়া। ভারতের। একমাত্র লড়লেন বিরাট। তিনি ৩৩ রানে আউট হন। ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। 

লেস্টারের (Leicestershire) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের টপ অর্ডার থেকে মিডল অর্ডার। লাঞ্চের আগেই সাজঘরে ফিরে গিয়েছিল ভারতীয় দলের অর্ধেক ব্যাটিং। মাত্র ৯০ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম সেশনেই ব্যাকফুটে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেরা। এরপর ষষ্ঠ উইকেটে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন বিরাট ও কোনা শ্রীকর ভারত। 

চারদিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমন গিলকে (Subhman Gill) সঙ্গে নিয়ে প্রথম উইকেটে ৩৫ রানে তোলেন রোহিত। কিন্তু গিল ব্যক্তিগত ২১ রানে আউট হতেই শুরু হয় ছন্দপতন। 

কিছুক্ষণ পর ব্যক্তিগত ২৫ রানে ফিরে যান রোহিত। হনুমা বিহারী (৩), শ্রেয়স আইয়ার (০), রবীন্দ্র জাদেজা (১৩) বিপক্ষের জোরে বোলারদের পেস ও সুইংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেন। এরপর লড়াই চালাতে শুরু করেন বিরাট ও ভারত। 

আরও পড়ুন: PK Banerjee Birthday: প্রবাদপ্রতিমের ৮৬তম জন্মদিনে কোন অঙ্গীকার নিল পরিবার? জেনে নিন

আরও পড়ুন: Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ, টুইটারে আবেগঘন পোস্ট করলেন 'হিটম্যান'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.