ওয়েব ডেস্ক: কালীপুজোর দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেই গেল ভারত। এবার, সেটাও হেলায়! পঞ্চম তথা সিরিজের শেষ একদিনের ম্যাচে ১৯০ রানে জিতে গেল ধোনি ব্রিগেড। অমিত মিশ্রার জন্যই এমন দুর্দান্ত জয় ভারতের। ২৭০ রান তাড়া করতে নেমে মাত্র ৭৯ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। অমিত মিশ্রা একাই নিলেন পাঁচ উইকেট। এদিন ভাইজাগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গোটা সিরিজে রান না পেলেও এদিন দুর্দান্ত খেললেন রোহিত শর্মা। তিনি করেন ৭০ রান। বিরাট কোহলি বরাবরই ভালো খেলেন ভাইজাগে। তিনি করেন ৬৫ রান। রাহানের অবদান ২০ রান। অধিনায়ক ধোনি এদিনও চার নম্বরে ব্যাট করতে নেমে করেন ৪১ রান। মণীশ পাণ্ডে এদিনও রান পেলেন না। ০ রানে আউট হয়ে যান তিনি। কেদার যাদব শেষ দিকে অপরাজিত থাকেন ৩৯ রান করে। অক্ষর প্যাটেলের অবদান ২৪ রান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কালীপুজো মানেই জুয়ার আসর, তাই জানতে পারলেই খবর দিন পুলিসে


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। মাত্র ২৩.১ ওভারেই অলআউট কিউয়িরা! দলের পক্ষে সর্বাধিক রান অধিনায়ক কেন উইলিয়ামসনের। তিনি করেন ২৭ রান। ল্যাথাম আউট হন ১৯ রান করে। রস টেলরেরও অবদান ১৯ রান। এছাড়া নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। বরং, তাঁদের পাঁচজন ব্যাটসম্যান আউট হয়েছেন ০ রানে। অমিত মিশ্রার পাঁচ উইকেট ছাড়া দুটো উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব, যশপ্রীত বুমরাহ এবং জয়দেব যাদব।


আরও পড়ুন  আজই অভিষেক হওয়া জয়ন্ত যাদবকে চিনে নিন এক ঝলকে