`ক্রিকেটের দেশে` বক্সিংয়ের জয়জয়কার! ভারতীয় বক্সার এখন বিশ্বের এক নম্বর
এই প্রথমবার পুরুষ ও মহিলাদের বিভাগ মিলিয়ে সেরা ২০ জন বক্সারের মধ্যে রয়েছেন ১২ জন ভারতীয়। এমন রেকর্ড এর আগে হয়নি।
নিজস্ব প্রতিবেদন- ক্রিকেট। তার পর ফুটবল। দুই খেলার দাপটে বাকিগুলি কোণঠাঁসা। অনেকেই অভিযোগ করেন, ক্রিকেট, ফুটবলের সিকিভাগ বরাদ্দও জোটে না দেশের বাকি খেলার সঙ্গে যুক্ত অ্যাসোসিয়েসনগুলির। সে যাই হোক, পিছিয়ে থেকেও অনেক সময় ভাল কিছু করাই যায়। ভারতীয় বক্সাররা সেটাই প্রমাণ করে দিলেন। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন-র সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের অমিত পাঙ্ঘাল এখন ৫২ কেজি ক্যাটেগরিতে বিশ্বের এক নম্বর বক্সার হয়েছেন। এই প্রথমবার পুরুষ ও মহিলাদের বিভাগ মিলিয়ে সেরা ২০ জন বক্সারের মধ্যে রয়েছেন ১২ জন ভারতীয়। এমন রেকর্ড এর আগে হয়নি।
অমিত পাঙ্ঘাল ছাড়াও ছবারের বিশ্বচ্যাম্পিয়ন এমসি মেরি কম ৫১ কেজি বিভাগে তিন নম্বরে রয়েছেন। মহিলাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী বক্সার মঞ্জু রানী ৪৮ কেজি ক্যাটেগরিতে কেরিয়ারের সেরা দ্বিতীয় স্থান অর্জন করেছেন। পুরুষদের সেরা দশে থাকা ভারতীয় বক্সাররা হলেন- দীপক (৪৯ কেজি, ষষ্ঠ স্থান), কবিন্দর সিং বিষ্ট (৫৬ কেজি, চতুর্থ স্থান), মণীশ কৌশিক (৬৪ কেজি, ষষ্ঠ স্থান)। মহিলাদের মধ্যে যমুনা বোরো (৫৪ কেজি, পঞ্চম স্থান), সোনিয়া চহল (৫৭ কেজি, চতুর্থ স্থান), সিমরনজিত কউর (৬৪ কেজি, ষষ্ঠ স্থান), লবলিনা বোরগোহেন (৬৯ কেজি, তৃতীয় স্থান), পুজা রানী (৮১ কেজি, অষ্টম স্থান), সীমা পুনিয়া (৮১ কেজি, ষষ্ঠ স্থান)।
আরও পড়ুন- পরিস্থিতি উদ্বেগজনক! ইডেন গার্ডেন্সে এবার কোয়ারেন্টিন সেন্টার!
ভারতীয় বক্সিং ফেডারেশন-এর সভাপতি অজয় সিং জানিয়েছেন, টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরুর আগে এমন সাফল্য ভারতীয় বক্সারদের মনোবল বাড়িয়ে দেবে। প্রথমবার ভারতের নজন বক্সার অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছেন। তাঁরা হলেন- অমিত পাঙ্ঘাল, মেরি কম, সিমরনজিত কউর, বিকাশ কৃষ্ণন, পুজা রানী, লবলিনা বোরগোহেন, আশিস কুমার, মণীশ কৌশিক ও সতীশ কুমার। এর আগে ২০১২ সালে আটজন ভারতীয় বক্সার অলিম্পিকের রিং-এ নামার যোগ্যতা অর্জন করেছিলেন। তার পর গত আট বছরে এতজন ভারতীয় বক্সারকে অলিম্পিকে পদকের লড়াইয়ে দেখা যায়নি।