জোহানেসবার্গে ভারত দর্শন টিম ইন্ডিয়ার, পরনে নেহেরু জ্যাকেট
বিরাট কোহলিরা কথা বলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তা আলি বাখারের সঙ্গে। ইন্ডিয়া হাউস ঘুরে দেখে খুশি কোহলিরাও। অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তাদের এখন একমাত্র লক্ষ্য টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানো।
নিজস্ব প্রতিবেদন: কেপটাউনের হার অতীত। তরতাজা হয়ে জোহানেসবার্গে নামার প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলিরা। আর তার জন্য নিজেদের হালকা রাখতে জোহানেসবার্গের ইন্ডিয়া হাউস ঘুরে এল গোটা ভারতীয় দল। কোহলিদের স্বাগত জানান ভারতীয় হাইকমিশনার। সেই ছবি টুইটারে পোস্টও করল বিসিসিআই। বিরাটরা ইন্ডিয়া হাউসে উপস্থিত হওয়ার আগে থেকেই জড়ো হয়েছিলেন কোহলিদের ফ্যানেরা। তারা কখনও শিখর ধাওয়ান বা কখনও হার্দিক পান্ডিয়া এবং মুরলি বিজয়ের সঙ্গে ছবি তুললেন। বিরাট কোহলিরা কথা বলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তা আলি বাখারের সঙ্গে। ইন্ডিয়া হাউস ঘুরে দেখে খুশি কোহলিরাও। অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তাদের এখন একমাত্র লক্ষ্য টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানো।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪