India tour of West Indies: জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়া, ঘোষিত হয়ে গেল সূচি
ভারত ১৭ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের লেগ শেষ করবে। এই দলের নির্বাচিত প্রতিনিধিরা সরাসরি ইংল্যান্ড থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশে উড়ে যাবেন। টি-২০ সিরিজের শেষ দু`টি ম্য়াচ হবে মার্কিন মুলুকে। আমেরিকায় ভারতীয় ক্রিকেটের প্রচারের জন্যই এমন ভাবনা।
নিজস্ব প্রতিবেদন: জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া (India tour of West Indies)। তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন রোহিত-বিরাটরা। সূচি ঘোষণা করে দিল দুই বোর্ড। ভারত ১৭ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের লেগ শেষ করবে। এই দলের নির্বাচিত প্রতিনিধিরা সরাসরি ইংল্যান্ড থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশে উড়ে যাবেন। টি-২০ সিরিজের শেষ দু'টি ম্য়াচ হবে মার্কিন মুলুকে। আমেরিকায় ভারতীয় ক্রিকেটের প্রচারের জন্যই এমন ভাবনা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে: ২২ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
দ্বিতীয় ওয়ানডে: ২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
তৃতীয় ওয়ানডে: ২৭ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ:
প্রথম টি-২০: ২৯ জুলাই (ব্রায়ান লারা স্টেডিয়াম, পোর্ট অফ স্পেন)
দ্বিতীয় টি-২০: ১ অগাস্ট (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস)
তৃতীয় টি-২০: ২ অগাস্ট (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস)
চতুর্থ টি-২০: ৬ অগাস্ট (ব্রওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, ইউএসএ)
পঞ্চম টি-২০ : ৭ অগাস্ট (ব্রওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, ইউএসএ)
আরও পড়ুন: India vs South Africa: কোটলায় অনন্য টি-২০ বিশ্বরেকর্ডের সামনে টিম ইন্ডিয়া
আরও পড়ুন: ICC Men's T20 World Cup 2024: চব্বিশ দেখবে ২০ দলের টি-২০ বিশ্বযুদ্ধ!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)