নিজস্ব প্রতিবেদন: জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া (India tour of West Indies)। তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন রোহিত-বিরাটরা। সূচি ঘোষণা করে দিল দুই বোর্ড। ভারত ১৭ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের লেগ শেষ করবে। এই দলের নির্বাচিত প্রতিনিধিরা সরাসরি ইংল্যান্ড থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশে উড়ে যাবেন। টি-২০ সিরিজের শেষ দু'টি ম্য়াচ হবে মার্কিন মুলুকে। আমেরিকায় ভারতীয় ক্রিকেটের প্রচারের জন্যই এমন ভাবনা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ:


প্রথম ওয়ানডে:   ২২ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
দ্বিতীয় ওয়ানডে: ২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
তৃতীয় ওয়ানডে:  ২৭ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)


পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ:


প্রথম টি-২০:  ২৯ জুলাই  (ব্রায়ান লারা স্টেডিয়াম, পোর্ট অফ স্পেন)
দ্বিতীয় টি-২০:    ১ অগাস্ট  (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস)
তৃতীয় টি-২০:  ২ অগাস্ট  (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস)
চতুর্থ টি-২০:  ৬ অগাস্ট  (ব্রওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, ইউএসএ)
পঞ্চম টি-২০ :  ৭ অগাস্ট  (ব্রওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, ইউএসএ)


আরও পড়ুন: India vs South Africa: কোটলায় অনন্য টি-২০ বিশ্বরেকর্ডের সামনে টিম ইন্ডিয়া


আরও পড়ুনICC Men's T20 World Cup 2024: চব্বিশ দেখবে ২০ দলের টি-২০ বিশ্বযুদ্ধ!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)