রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানালেন গম্ভীর-ধাওয়ান-রায়না
রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও।
নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশামতোই বুধবার দুপুরে আম্বালা এয়ার ফোর্স স্টেশনে এসে পৌঁছে গিয়েছে ৫ রাফাল জেট। জলকামান দিয়ে ওয়াটার স্যালুট দেওয়া হয় যুদ্ধ বিমানকে। রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও।
বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বলেন, "দ্য বিগ বার্ডস আর ফাইন্যালি হিয়ার।"
গম্ভীরের মতো রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানিয়ে শিখর ধাওয়ান টুইটারে লিখেছেন, " ওয়েলকাম হোম গোল্ডেন অ্যারোজ! দেশের জন্য এক অনবদ্য মুহূর্ত..."
একইভাবে সুরেশ রায়নাও লিখলেন, "এক অভূতপূর্ব মুহূর্তের স্বাক্ষী হল গোটা দেশ। গোল্ডেন অ্যারোজ এসে পৌঁছেছে দেশে।"
আরও পড়ুন - 'ক্লাবের থেকেও অনেক বড় কিছু'-মোহনবাগান দিবসে অভিনব শুভেচ্ছা FIFA-র