নিজস্ব প্রতিনিধি : কেউ ট্রেনিংয়ে এসেছিলেন দেরি করে। জরিমানা হয়েছে। কেউ খাবার টেবিলে মোবাইল নিয়ে বসেছিলেন। তাঁরও জরিমানা হয়েছে। কেউ আবার ভুল জার্সি পরে এসেছিলেন প্র্যাকটিসে। জরিমানা থেকে রেহাই দেওয়া হয়নি তাঁকে। দলে এক অদ্ভুত নিয়ম চালু করেছিলেন কোচ স্টিফেন কনস্টানটাইন। কোনও ভুল হলে আর নেহাত সরি বলে পার পাওয়া যাবে না। দিতে হবে আর্থিক জরিমানা। স্টিফেনে দাবি ছিল, এতে দলে শৃঙ্খলা রক্ষা হবে। তখনও দলের কেউ আন্দাজ করতে পারেননি, তলে তলে এত বড় একখানা পরিকল্পনা করে রেখেছেন স্টিফেন। তাঁর সেই পরিকল্পনার কথা জানার পর সবাই হা হয়ে গিয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  অতীত থেকে শিক্ষা! মোহনবাগানে কোচিং খালিদের কাছে চ্যালেঞ্জ
 


জরিমানার টাকা জমেছে একটা নির্দিষ্ট খাতে। ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভারতীয় ফুটবলাররা। এবার প্রশ্ন ছিল, সেই টাকাটা কোন কাজে লাগবে? একদি মিটিং ডাকলে কোচ। সবাইকে জানালেন, সেই টাকাটা অনুদান হিসাবে দেওয়া হবে। ভারতের দৃষ্টিহীন ফুটবল দলকে। কোচের এমন উদ্যোগের কথা জানার পর গর্বে বুক ফুলে উঠেছিল সুনীল ছেত্রীর সহযোদ্ধাদের। এভাবেও কারও দিকে সাহায্যে হাত বাড়ানো যায়! এমনিতে ভারতীয় ক্রিকেট দলের পারিশ্রমিকের সঙ্গে জাতীয় ফুটবলারদের পারিশ্রমিকের তুলনা চলে না। বৈষম্য অনেকটাই। সেই স্বল্প আয়ে অন্য দলকে সাহায্য করাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয়। সেটাই প্রমাণ করে গেলেন গুরপ্রিতরা। 


আরও পড়ুন-  নতুন বছরের প্রথম জয় ইস্টবেঙ্গলের


কোচ স্টিফেন বলছিলেন, ''ফুটবলকেও কিছু ফিরিয়ে দিতে হয় অনক সময়। আমরা সেটাই করলাম। দৃষ্টিহীন ফুটবলাররা যে ফুটবল খেলে সেই একেকটা বলের দাম পড়ে ৫০ মার্কিন ডলারের মতো। আমমরা ওদের কয়েকটা বল কিনে দেওয়ার উদ্যোগ নিলাম মাত্র। দলের প্রতিটা ফুটবলার ও সাপোর্ট স্টাফ রাজি। তাই জরিমানার টাকাটা ভাল কাজে লাগাব বলে ঠিক করে রেখেছিলাম। জানি, খুবই কম অর্থ দিতে পারছি। তবে আমরা পারছি, এটাই বড় কথা।'' কোচিতে ন্য়াশনাল ব্লাইন্ড ফুটবল অ্যাকাডেমি কর্তৃপক্ষের হাতে খুব তাড়াতাড়ি সুনীলদের পাঠানো এই অর্থ তুলে দেওয়া হবে। মাঠে তো সুনীলের দল একের পর এখ নজির গড়ছেই। এবার মঠের বাইরে উদাহরণও তৈরি করছে তাঁরা। সাধু উদ্যোগ বটে!