নিজস্ব প্রতিবেদন – ২৭ জনের সিনিয়র ভারতীয় ফুটবল দল সোমবার দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। মার্চের ২৫ তারিখ ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত ও ২৯ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে নামবেন মনবীররা। তবে করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারছেন না অধিনায়ক সুনীল ছেত্রী। ভারতের হয়ে সর্বাধিক ৭২টি গোল করা স্ট্রাইকার আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারই শেষ হয়েছে আইএসএল। এটিকে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। এবার ফের নীল জার্সিতে মাঠে নামতে চলেছেন মনবীর, প্রবীর, ঝিঙ্গনরা। ২০১৯ সালের নভেম্বরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারতীয় দল।


 



জাতীয় কোচ ইগর স্টিমাচ জানান, ‘‘খুবই আনন্দের যে ফের আমরা একত্রিত হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছি। দলে অনেক নতুন মুখ আছে এবং প্রত্যেককে কঠোর পরিশ্রম করতে হবে। প্রত্যেকে ভবিষ্যতের জন্য কতটা প্রস্তুত তা দেখতে হবে।”


জাতীয় দলের চার পরিচিত মুখ সাহাল আব্দল সামাদ, ব্র্যান্ডন ফার্নান্ডেস, রাহুল ভেকে ও আশিস রাই চোটের কারণে দলের সঙ্গে যেতে পারছেন না।