ওয়েব ডেস্ক : FIFA র‌্যাঙ্কিংয়ে ফের উন্নতি করল ভারত। গত এক দশকে এটাই ভারতের পক্ষে সেরা র‌্যাঙ্কিং। ১৩৫ থেকে ৬ ধাপ উন্নতি করে এখন তারা উঠে এল ১২৯ নম্বরে। ২০০৫ সালের পর এটাই সব থেকে ভালো অবস্থান সুনীল ছেত্রীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- তারকা হওয়ার স্বপ্নপূরণে তৃপ্ত রোনাল্ডো
 
প্রথমবার দলের দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে উন্নতি করেছিলেন স্টিফেন কনস্টানটাইন। এরপর ২০১৫ সালে ফের সুনীলদের কোচ হন তিনি। সেই সময় ভারতের FIFA র‌্যাঙ্কিং ছিল ১৭১। কার্যত সেখান থেকেই গত দু'বছরে এই বিশাল উন্নতি করল ভারত। তাঁর কোচিংয়ে গত কয়েক মাসে ১১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে ভারত।


আরও পড়ুন- ৪৮ দলের বিশ্বকাপ, চলবে ৩২ দিন?


কনস্টানটাইন বলেন, "ভারতীয় ফুটবলের উন্নতিতে হওয়ায় আমি খুশি। গত দু'বছরে ভালো খেলেছে দল। তবে এটা সবে শুরু। আরও উন্নতি করতে হবে ভারতকে।"