জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। টাইব্রেকারে গ্রেট ব্রিটেনকে হারিয়ে অলিম্পিক্স হকির সেমিফাইনালে ভারত। ৪২ মিনিট ১০ জনে খেলে জয় ছিনিয়ে নিলেন  হরমনপ্রীত সিং, অভিষেক, ললিত উপাধ্যায়রা। সেমিফাইনালে প্রতিপক্ষ জার্মানি এবং আর্জেন্টিনার ম্যাচের জয়ী দল। জিতলেই প্যারিস অলিম্পিক্সে রুপো নিশ্চিত করে ফেলবে ভারতীয় হকি দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  VIRAL VIDEO | Paris Olympics 2024: এত বড় পুরুষাঙ্গ! ভেঙেই গেল পদকের স্বপ্ন, সব ফেলে ভিডিয়ো দেখুন


টোকিও অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার প্য়ারিসে কি সোনা আসবে? স্বপ্ন দেখাতে শুরু করেছেন  হরমনপ্রীতরা। এদিন ম্যাচের লাল কার্ড দেখেন ভারতের অমিত রুইদাস। বল দখলের লড়াইয়ের সময়ে ব্রিটেনের এক খেলোয়াড়ের লেগে গিয়েছিল তাঁর স্টিক। যদিও ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত, কিন্তু তাও লাল কার্ড দেখানো হয়। হলুদ কার্ড দেখাতে পারতেন অ্যাম্পায়ার।


এদিকে  ১০ হয়ে যাওয়ার পর, রণকৌশল বদলে ফেলেন ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। আক্রমণ ছেড়ে রক্ষণাত্মক রণকৌশল নেয় তিনি। এরপর ২২ মিনিটে পেনাল্ট কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত, তখন আরও বেশি  রক্ষণাত্মক হয়ে যান অভিষেক, ললিত উপাধ্যায়রা। কিন্তু তাতে ফল হল উল্টো। ২৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ব্রিটেন। দ্বিতীয় কোয়ার্টারে প্রবল চাপ তৈরিও করে অবশ্য আর গোল করতে পারেনি তারা।


অলিম্পিক্সের পরেই অবসর নেবেন ভারতীয় হকি দলের গোলকিপার শ্রীজেশ। জীবনে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল অনবদ্য খেলেন তিনি। বস্তুত, ভারতের গোলকিপারের জন্য ম্য়াচ গডায় টাইব্রেকারে। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত, সুখজিৎ সিংহ, ললিত কুমার উপাধ্যায় এবং রাজকুমার পাল।   ব্রিটেনের হয়ে গোল করেন জেমস অ্যালবেরি, জ়্যাচ ওয়ালস। ব্যর্থ হন কোনর উইলিয়ামসন এবং ফিলিপ রোপার।


আরও পড়ুন:  VIRAL VIDEO | Rohit Sharma: 'এদিকে তাকিয়ে আছিস কেন, আমিই সব করব তোর হয়ে'! কে খেলেন কড়া ধমক? ভিডিয়ো তুলল ঝড়



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)