ওয়েব ডেস্ক : ২০৩২-এ ভারতে কী বসতে চলেছে অলিম্পিকের আসর? সরকারি ভাবে এর কোনও সত্যতা না জানানো হলেও, তাদের তরফে যে এই প্রস্তুতি চালু করে দেওয়া হয়েছে তা কিন্তু পরিষ্কার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রে খবর, যদি সবকিছু ঠিকঠাক চলে তবে দিল্লি ও তার পার্শবর্তী এলাকায় ২০৩২ সালে বসতে পারে গেমস ভিলেজ। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রক বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। তবে, যে বিষয়গুলি কেন্দ্রীয় সরকারকে ভাবাচ্ছে তা হল, এই খেলা আয়োজনের বিপুল খরচ ও প্রস্তুতি।


ইতিমধ্যেই ২০৩২ সালের অলিম্পিক গেমসের জন্য বিড চাওয়া হয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রকের কাছ থেকে। এবার দেখার বিষয়, ভারত কতটা তৈরি সেই বিড দেওয়ার জন্য।


আরও পড়ুন- শুক্রবার শহরে আসছেন অ্যাটলেটিকো দ্য কলকাতার নয়া কোচ