নিজস্ব প্রতিবেদন- করোনাভাইরাসের প্রকোপ কমাতে সারা বিশ্বের বহু দেশে এখনও লকডাউন চলছে। যদিও কয়েকটি দেশে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে লকডাউন থাকার জেরে বহু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ। রাষ্ট্রসংঘ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে সারা বিশ্বের বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন। লকডাউনের এই সময় সব থেকে খারাপ অবস্থা দুস্থদের। পেটে খাবার নেই, পকেটে টাকা নেই। বহু মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেকে। কিন্তু সাহায্য দিয়ে আর কতদিন চলবে! তবুও এই দুঃসময়ে একে অপরের হাতে হাত না রাখলে বিপদ বাড়বে। আর এই সহজ সত্যিটা অনেক মানুষই বুঝতে পেরেছেন। দেশে হোক বা বিদেশে, বহু মানুষ পাশের জনের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দুর্দিনে বিদেশে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় ছাত্ররাও পিছিয়ে নেই। একে অপরের সঙ্গে হাতে হাত রেখে দুঃসময়ের মোকাবিলা করছেন তাঁরা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কম্পিউটার সাইন্স নিয়ে পড়তে গিয়েছিলেন ভারতীয় ছাত্র শ্রেয়াশ শ্রেষ্ঠ। করোনাভাইরাসের প্রকোপে অস্ট্রেলিয়ার নাজেহাল অবস্থা। বিশ্বের অন্যতম উন্নত দেশের অর্থনীতিতেও চাপ পড়েছে। সেখানে বহু মানুষ আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন সময় শ্রেয়াস অন্যদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। বেঙ্গালুরুর যুবক শ্রেয়াশ খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছেন প্রতিবেশী ছাত্রদের বাড়িতে। তাঁর এই মানবিক উদ্যোগ দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ''শুভ সকাল। নমস্তে ইন্ডিয়া। এমন দুর্যোগের সময় শ্রেয়াস শ্রেষ্ঠর নিঃস্বার্থ উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। অনেক ধন্যবাদ জানাই ওকে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ও। শ্রেয়াস যে কাজটা করছে তার জন্য ওর মা-বাবাও নিশ্চয়ই অনেক গর্ববোধ করবে। শুধু তাই নয়, শ্রেয়াসের জন্য প্রতিটা ভারতবাসীর গর্ব হওয়া উচিত। আমি বলব শ্রেয়াস তুমি এমন মহৎ কাজ চালিয়ে যাও। আমরা তোমার সঙ্গে আছি।'' 


আরও পড়ুন- ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিল ছেলেটি, পুলিসের গুলিতে সব শেষ


শ্রেয়াসের মতোই অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া আরেক ভারতীয় ছাত্র শ্যারন ভারগেজের মহৎ কাজ নিয়েও প্রশংসা চলছে। শ্যারনের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। এই চরম দুঃসময়ে শ্যারন নিজের আশেপাশের বয়স্ক মানুষদের সেবা প্রদান করছেন। সোশ্যাল মিডিয়ায় গিলি লিখেছেন, এমন নিঃস্বার্থ কাজের জন্য তোমাকে অনেক অভিনন্দন। অস্ট্রেলিয়া এবং ভারতের প্রতিটি নাগরিক তোমার জন্য গর্বিত। আমি নিশ্চিত তোমার পরিবারের লোকজনও তোমার জন্য গর্ববোধ করছে। এগিয়ে যাও। আমরা তোমার পাশে আছি।''