ব্যুরো: বেশকিছুদিন ধরেই বিরোধ চলছিল। এবার পাকাপাকিভাবে অ্যাটলেটিকো দ্য কলকাতার সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলেছে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের। আইপিএল শেষ হলেই এই বিচ্ছেদ ঘটানোর কাজ আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করতে পারেন এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। বিভিন্ন কারণে গত কয়েকবছর ধরেই অ্যাটলেটিকো মাদ্রিদ এটিকে কর্তাদের উপর খুশি নন। অন্যদিকে এটিকে কর্তারাও মনে করেন অ্যাটলেটিকো মাদ্রিদকে সঙ্গে রেখে তাঁদের বিশেষ কিছু লাভ হচ্ছে না। তাই ভারতীয় ফুটবল থেকে আপাতত সরেই যেতে চলেছে বিশ্বখ্যাত বিদেশি দলটি। আরও পড়ূন- আইএসএলে নতুন দশটা শহর থেকে দল নেওয়ার দরপত্র নেওয়া শুরু হচ্ছে আজ থেকে