জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার আইসিসি (ICC) ইভেন্টে ভারতীয় দলের স্বপ্নভঙ্গ। ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজে দারুণ পারফর্ম করা টিম ইন্ডিয়া (Team India) এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ল। রোহিত শর্মার (Rohit Sharma) তারকাখচিত দল বিদায় নিতেই ভারতের একাধিক ভুল ধরিয়ে দিচ্ছেন ক্রিকেট পন্ডিতরা। এবার সেই তালিকায় নাম লেখালেন অনিল কুম্বলে (Anil Kumble)। ইংল্যান্ডের (England) কাছে সেমি ফাইনালে ১০ উইকেটে হেরে যাওয়ার কারণ কী? বিরাট কোহলি (Virat Kohli)-কেএল রাহুলদের (KL Rahul) প্রাক্তন হেড কোচের দাবি, ভারতীয় দলের এমন কয়েক জন ব্যাটার প্রয়োজন যাঁরা বড় শট খেলতে সমর্থ। এর পাশাপাশি দলে অলরাউন্ডারের বেশি প্রয়োজন। এমনটাই মনে করেন দেশের প্রাক্তন অধিনায়ক কুম্বলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কুম্বলে বলেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দেখলাম, তাতে নিশ্চিত কিছু করতে হবে। আমরা অনেক সময় বোলারদের ব্যাট করতে পারার কথা বলি। কিন্তু ভারতীয় ক্রিকেটে ব্যাটারকে বল করতে জানতে হবে টিমে ভারসাম্য আনতে। ঠিক যেটা ইংল্য়ান্ডের রয়েছে।' তিনি আরও যোগ করেছেন, 'ইংল্যান্ডের কাছে অনেক বেশি বিকল্প রয়েছে। তাঁরা লিয়াম লিভিংস্টোনকে ব্যবহার করেছে। মঈন আলিও বল করেছে। সাফল্য পেতে গেলে এই বিকল্প একটা দলে থাকা প্রয়োজন।' 


ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার চাইছেন কুম্বলে। তিনি ফের বলেন, 'এটা দুর্ভাগ্যজনক ভারতীয় দলেও এমন ব্যাটারের সংখ্যাই বেশি যাঁরা বলতে করতে পারেন না। এটার পরিবর্তন দরকার।' 



আরও পড়ুন: IND vs PAK, Ramiz Raja: পাক প্রধানমন্ত্রীর পর এবার টিম ইন্ডিয়াকে কটাক্ষ করলেন রামিজ রাজা, কী বললেন?


আরও পড়ুন: Hardik Pandya, ICC T20 World Cup 2022: লজ্জার ১০ উইকেটে হার! হৃদয় ভেঙে চুরমার, কী লিখলেন হতাশ হার্দিক?


২০০৮ সালে ভারতে আইপিএল শুরুর পর বিভিন্ন দেশ নিজেদের মতো করে টি টোয়েন্টি লিগের আয়োজন করছে। যার মধ্যে অন্যতম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। যদিও বিসিসিআই কিন্তু ভারতীয় ক্রিকেটারদের এই লিগগুলো খেলতে অনুমতি দেয় না। যদিও কুম্বলের যুক্তি, যদি বিদেশি ক্রিকেটাররা আইপিএল-এ খেলতে পারেন, তা হলে ভারতীয় ক্রিকেটাররা বিদেশি লিগে অংশগ্রহণ করার অনুমতি পাবেন না কেন?


তিনি সেই প্রসঙ্গে বলেন, 'অস্ট্রেলিয়ার মাঠে বিবিএল খেলার অভিজ্ঞতা ইংল্যান্ডের ক্রিকেটারদের রয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের সেই অভিজ্ঞতা নেই। তাই এই বিষয়টিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।' ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য তাঁর প্রাক্তন সতীর্থের সঙ্গে সহমত ছিলেন। তাঁর দাবি ছিল, ভারতের ক্রিকেটাররা বিদেশে টি-টোয়েন্টি লিগ খেললে নাকি এদেশের ক্রিকেটের ওয়েস্ট ইন্ডিজের মতো অবস্থা হবে! তবে অ্যালেক্স হেলসের 
বিধ্বংসী ইনিংস নিয়ে মন্তব্য করতে গিয়ে রাহুল আবার বিগ ব্যাশের উদাহরণ টেনে এনেছিলেন। বলেছিলেন, 'ইংল্যান্ড ক্রিকেটারদের কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা রয়েছে। যা ওরা কাজে লাগিয়েছে।ম্যাচের সেরা ক্রিকেটার অ্যালেক্স হেলসের তো আবার অস্ট্রেলিয়ার মাঠে সবচেয়ে বেশি বিবিএল খেলার রেকর্ড রয়েছে। অ্যাডিলেড ওর প্রিয় মাঠ।'  


কুম্বলের মন্তব্য, 'ভারতীয় ক্রিকেটারদের কাছে এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কঠিন। কারণ ওই সময় আমাদের ঘরোয়া ক্রিকেট চলে। ভারতীয় ক্রিকেটারদের এইসব লিগে খেলতে দিলে রঞ্জি শেষ হয়ে যাবে। রঞ্জি শেষ হয়ে যাওয়া মানে, টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাওয়া। আমি চাই না ভারতীয় ক্রিকেটের অবস্থা ওয়েস্ট ইন্ডিজের মতো হোক।' 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)