জিম্বাবোয়ে সফরে ধোনিই নেতা, বিশ্রাম কোহলিদের, একঝাঁক নতুন মুখ
মনে করা হয়েছিল মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, আর অশ্বিন সহ অনেক সিনিয়রকে বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের পাঠানো হবে জিম্বাবোয়ে সফরে। কিন্তু শেষ অবধি কোহলি, অশ্বিন, রাহানেরা বিশ্রাম পেলেও ধোনি যাচ্ছেন আফ্রিকা সফরে। এবং নেতা হয়েই। ধোনির জিম্বাবোয়ে সফরে একঝাঁক তরুণ ক্রিকেটার। শুধু তরুণ বললে ভুল হবে, বলা ভাল জাতীয় দলের জার্সি পাচ্ছেন এমন কিছু ক্রিকেটার যাদের নাম সেভাবে শোনাই যায়নি।
ওয়েব ডেস্ক: মনে করা হয়েছিল মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, আর অশ্বিন সহ অনেক সিনিয়রকে বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের পাঠানো হবে জিম্বাবোয়ে সফরে। কিন্তু শেষ অবধি কোহলি, অশ্বিন, রাহানেরা বিশ্রাম পেলেও ধোনি যাচ্ছেন আফ্রিকা সফরে। এবং নেতা হয়েই। ধোনি বাদে জিম্বাবোয়ে সফরে সবই নতুন মুখ। শুধু নতুন বললে ভুল হবে, বলা ভালো জাতীয় দলের জার্সি পাচ্ছেন এমন কিছু ক্রিকেটার যাদের নাম সেভাবে শোনাই যায়নি।
সবচেয়ে বড় চমক নাগপুরের ৩০ বছরের ওপেনার ব্যাটসম্যান ফাইয়াজ ইয়াকুব ফাজাল। যিনি চলতি আইপিএল খেলছেন না। বিদর্ভের হয়ে রঞ্জিতে খেলা এই বাঁ হাতি ব্যাটসম্যান অনেকটাই অপ্রত্যাশিতভাবে জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন। শোনা যাচ্ছিল ক্রুনাল পান্ডিয়া, সরফরাজ খানের মত আইপিএল স্টারদের হয়তো জিম্বাবোয়ে সফরে পাঠানো হবে, কিন্তু সব হিসেব উল্টে ফাইয়াজকে সুযোগ দিলেন নির্বাচকরা। এ ছাড়াও বড় চমক হরিয়ানার অলরাউন্ডার জয়ন্ত যাদব। জয়ন্ত এবার দিল্লি ডেয়ারডেভিলস খেলছেন। ঘরোয়া ক্রিকেটে জয়ন্তের ডাবল সেঞ্চুরির পাশাপাশি ১০০-এর বেশি উইকেট আছে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচের জিম্বাবোয়ে সফরে সুযোগ পেলেন লোকেশ রাহুল, করুণ নায়ার, ঋষি ধাওয়ান, জয়দেব উনাদকট, জয়ন্ত যাদব,মনদীপ সিং, যোগেন্দ্র চাহালের মত ক্রিকেটারররা। দলে আছেন মনীশ পান্ডে, আম্বাতি রায়াডু়, ধবাল কুলকার্নি,বারীন্দর স্রনদের মত খুব কম সুযোগ পাওয়া ক্রিকেটাররাও।
জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল-- এমএস ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, ফাইয়াজ ইয়াকুব ফাজাল, মনীশ পান্ডে, করুণ নায়ার, আম্বাতি রায়াড়ু, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ধবল কুলকার্নি, জশপ্রীত বুমরা, বারিন্দর স্রন,মনদীপ সিং, কেদার যাদব, জয়দীপ উনাদকট, যোগেন্দ্র চাহাল।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ODI ম্যাচটি হবে ১১ই জুন; এবং সর্বশেষ T20 ম্যাচটি হবে ২২শে জুন। ৬টি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব ময়দানে।
আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল গত বছর জুলাইয়ে জিম্বাবোয়ে সফরে গিয়েছিল। ওই সফরে ভারত ৩-০ তে ODI সিরিজ জয় করে ;তবে T-20 সিরিজ ১-১ এ ড্র হয়। গত ৬ বছরে ভারতের এটা চতুর্থ জিম্বাবোয়ে সফর।
Indian team for Zimbabwe: Dhoni(c),Rahul,Faisal,Pandey,Nair,Rayudu,R. Dhawan,Axar,Jayant,Kulkarni,Bumrah,Sran,Mandeep,Jadhav,Unadkat,Chahal