ওয়েব ডেস্ক:বিশ্বকাপের কোয়ার্টারে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশই । মেলবোর্নে  ১৯ মার্চ এই ম্যাচ হবে ।


 তবে তার জন্য জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ লীগের শেষ ম্যাচকে একেবারেই হাল্কা করে দেখতে নারাজ ভারতীয় দল। ধোনি ব্রিগেডের লক্ষ্য ছয়ে ছয়। অর্থাৎ গ্রুপ লীগের সব ম্যাচ জিতে শীর্ষে থেকে শেষ আটে খেলতে চাইছে ভারত। অকল্যান্ডের ছোট মাঠ নয়, বাউন্সি পিচই ভারতীয় দলকে ভাবাচ্ছে। কারণ পিচ কিউরেটর জানিয়ে দিয়েছেন এই পিচে বড় রান করা একটু কষ্ঠসাধ্য। তবে এই মূহুর্তে মহম্মদ সামি,মোহিত শর্মারা যেরকম ছন্দে রয়েছেন তাতে এসব নিয়ে ভাবছেনই না  ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  ম্যাচের আগে অনেকটা ফুরফুরে মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। যদিও টিম ম্যানেজমেন্ট  এই ম্যাচে রবীন্দ্র জাদেজার পরিবর্তে স্টুয়ার্ট বিনিকে খেলিয়ে দেখে নিতে চাইছে।  কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটিকে নকআউটের প্রস্তুতি হিসেবেও দেখছে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক।