নিজস্ব প্রতিনিধি : মেয়েদের সাফ অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে খেতাব জিতল ভারত। এই নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের হাতছানি ছিল মারিয়া মান্দার বাংলাদেশের সামনে। কিন্তু শেষমেশ পড়শি দেশের ক্রীড়াপ্রেমীদের সেই আশা পূরণ হল না। ফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারাল ভারত। ৬৭ মিনিটে সুনীতা মুণ্ডার একমাত্র গোলে বাংলাদেশের দর্প চূর্ণ করল ভারতীয় মেয়েরা। প্রসঙ্গত, গত বছর ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই হারের মধুর প্রতিশোধ নিল ভারত!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'নার্ভাস নাইন্টি'তে শতরান হাতছাড়া বিরাট কোহলির


থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের এই ম্যাচে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে ভারতীয় মেয়েরা যেন জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। টুর্নামেন্টে ফেয়ারপ্লে ট্রফি জিতেছে বাংলাদেশ। সর্বোচ্চ গোলদাতা চারজন হলেও শেষ পর্যন্ত লটারিতে পুরস্কারটা পেয়েছে বাংলাদেশের তহুরা।  বাংলাদেশের মেয়েদের আর টানা দ্বিতীয় শিরোপা জেতা হলো না। ভারতীয় আক্রমণভাগের একের পর এক আক্রমণের চাপে শেষমেশ ভেঙে পড় বাংলাদেশের ডিফেন্স। গোলের মুখে গিয়েও বাংলাদেশের তহুরা, সাজেদারা খেই হারিয়ে ফেলছিলেন। এদিন ভারত গোলে শট নিয়েছিল ৪টি, যার একটিতে গোল হয়। 


আরও পড়ুন-  ডার্বির আগেই সম্ভবত ইস্টবেঙ্গলে নতুন স্প্যানিশ কোচ!


ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে ভারত। ৪ মিনিটেই বাংলাদেশের জালে বল জড়াতে পারত। ভারতীয় মিডফিল্ডার অভিকা সিংয়ের ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে সিল্কি দেবীর জোরালো শট বাংলাদেশী গোলরক্ষক মাহমুদা কর্নারের বিনিময়ে ফেরায়। ৪৩ মিনিটে সহজ সুযোগ ফস্কায় বাংলাদেশ। ৬৭ মিনিটে কর্নার থেকে আসা বলে সুনীতা মুণ্ডার ভলি বাংলাদেশের জালে জড়ায়। এর পর মরিয়া হয়ে একের পর এক গোলের চেষ্টা করতে থাকেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। কিন্তু গোলের ঠিকানা পায়নি তারা।