নিজস্ব প্রতিবেদন: পর পর দুটি ম্যাচ জিতে মার্কিন মুলুকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। আজ গায়ানায় সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লক্ষ্যে কোহলি অ্যান্ড কোম্পানি। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাওয়ায় আজ পরীক্ষায় পথে হাঁটবে ভারতীয় দল। রবিবার ম্যাচ শেষে সেই ইঙ্গিতই দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



পরীক্ষা-নিরীক্ষায় গিয়ে প্রথমেই যে নামটা উঠে আসছে সেটা হল ঋষভ পন্থকে বসিয়ে সেই জায়গায় দলে আসতে পারেন লোকেশ রাহুল। কারণ প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। কারণ সেক্ষেত্রে রাহুল উইকেটকিপিংও করতে পারবেন। আবার ঋষভকে দলে রেখে শিখর ধাওয়ানের পরিবর্তে ওপেনিংয়ে ফিরতে পারেন রাহুল। প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে শুরু করেও বড় রান পাননি শিখর ধাওয়ান। অন্যদিকে দুই চাহার ভাই আজ দলে সুযোগ পেতে পারেন। দীপক চাহার এবং রাহুল চাহার। সেক্ষেত্রে নভদীপ সাইনির পরিবর্তে সুযোগ পেতে পারেন দীপক চাহর। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর কিংবা রবীন্দ্র জাদেজার জায়গায় দলে আসতে পারেন রাহুল চাহর। প্রথম একাদশে সুযোগ পেতে পারেন শ্রেয়স আইয়ারও। মনীশ পাণ্ডের বদলে শ্রেয়স আইয়ারকেও একবার দেখে নিতে পারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।  


# ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ কবে, কোথায়?
৬ অগাস্ট, মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে গায়ানায়।
# কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় রাত ৮:০০ টায় শুরু হবে ম্যাচ।
# কোথায় দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কে।


আরও পড়ুন - পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের দল ঘোষণা করল ভারত