নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে চেমসফোর্ডে এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ড্র করল টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচের প্রথম দু'দিন রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও ম্যাচের তৃতীয় দিন মাঠে নেমে পাঁচ ওভার বলও করেন ভারতীয় অফস্পিনার। তবে কোনও উইকেট পাননি তিনি। ভারতীয় শিবির  বৃহস্পতিবার জানিয়ে দিয়েছিল, সকালে নেটে বল করতে গিয়ে অশ্বিনের ডান হাতে বল লাগে। তাই কোনওরকম ঝুঁকি নেওয়া হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিরাট কোহলির উইকেট! জীবন পাল্টে গেল অখ্যাত ওয়াল্টারের


৫ উইকেটে ২৩৭ রান নিয়ে খেলতে নেমে শুক্রবার ম্যাচের তৃতীয় তথা শেষ দিনে ৮ উইকেটে ৩৫৯ রান তুলে এসেক্স তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ভারতীয় বোলারদের মধ্যে সফল উমেশ যাদব ও ইশান্ত শর্মা। ১৮ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৪টি উইকেট নেন উমেশ। ৩টি উইকেট নেন ইশান্ত। একটি উইকেট পান শর্দুল ঠাকুর।২১ ওভার বল করে ৬৮ রান দিলেও কোনও উইকেট পাননি মহম্মদ শামি।


আরও পড়ুন - হাতে চোট, প্রথম টেস্টে অশ্বিনের খেলা নিয়ে সংশয়!


তবে প্রথম টেস্টের আগে প্রথম একাদশে ঢোকার ব্যাপারে ওপেনার কে এল রাহুল নিজের দাবি এদিন আরও জোরালো করলেন। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে মিডল অর্ডারে নেমে ৫৮ রান করেছিলেন। এসেক্সের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ফের ব্যর্থ ওপেনার শিখর ধাওয়ান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন 'গব্বর'। এদিন তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারা করেন ২৩ রান। চার নম্বরে নেমে ১৯ রানে অপরাজিত থাকেন আজিঙ্কে রাহানে। শেষ সেশনের খেলা শুরু হওয়ায় আবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ ওখানেই ড্র বলে ঘোষণা করা হয়। দ্বিতীয় ইনিংসে ভারতের রান তখন ৮৯-২।  



ইংল্যান্ডের আবহাওয়া এবার একটু অন্যরকম। গরম একটু বেশি। বিলেতের আবহাওয়ার এই চরিত্র বদল অশ্বিন, কুলদীপ, রবীন্দ্র জাদেজাদের সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, দুই স্পিনার নিয়েও প্রথম টেস্টে খেলতে পারে ভারত। তবে তার মধ্যেও ভারতীয় পেসারদের ছন্দে থাকাটা বিরাট কোহালিকে নিশ্চিত ভাবে ভরসা জোগাচ্ছে। পয়লা অগস্ট থেকে বার্মিংহামে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্ট।