নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ফোকাসে টেস্ট। বৃহস্পতিবার থেকে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। গত কয়েকদিন ধরেই ইন্দোরের আকাশ মেঘে ঢাকা। পিচ তৈরিতে সমস্যা! ভারত-বাংলাদেশ টেস্টের আগে এবার স্ক্যানারের নিচে ইন্দোরের ২২ গজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার পর পিচ নিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর সেই উক্তি ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। পিচ নিয়ে তাঁর দল ভাবে না। যে কোনও পিচই হোক না কেন ২০টা উইকেট তুলতে হবে এই টার্গেট নিয়ে মাঠে নামেন বোলাররা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অশ্বিন-জাদেজার স্পিন জুটিকে কড়া টক্কর দেন শামি-ইশান্ত-উমেশের পেস বোলিং। বাংলাদেশের বিরুদ্ধেও পেস আক্রমণকেই হাতিয়ার করতে চাইছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।




প্রথম টেস্টের আগে আশার বাণী শোনালেন ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচ কিউরেটর সামান্দর সিং চৌহান। তিনি বলেন, "ভালো পিচ। স্পোর্টিং উইকেট।সকলেই সুবিধে পাবে। পাঁচ দিন ধরেই পিচ ভালো থাকবে।" যদিও গত কয়েকদিন ধরেই ইন্দোরের আকাশ মেঘে ঢাকা রয়েছে। পিচ তৈরিতেও একটু সমস্যা হচ্ছে। তাই গত কয়েকদিন পিচ প্রায় ঢাকাই দেওয়া ছিল। এমনকী পিচে জল কমই দেওয়া হয়েছে। তবে টেস্টের সময় আকাশ পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস মিলেছে।


আরও পড়ুন - ইডেনে গোলাপি বলে টেস্ট খেলতে তৈরি পূজারা-রাহানে


মেঘে ঢাকা আকাশ। পিচও বেশিরভাগ সময়ই ঢাকা। তাই পিচের চরিত্র কি রকম হবে সে নিয়ে একটু হলেও ধোঁয়াশা থাকছেই। তবে স্পিনারদের তুলনায় পেসাররা বাড়তি সুবিধে আদায় করে নিতে পারবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। যদিও টিম ইন্ডিয়ার তরফ থেকে এখনও কোনও নির্দেশ আসেনি পিচ কিউরেটর সামান্দর সিং চৌহানের কাছে।