নিজস্ব প্রতিবেদন: আগামী ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হবে ভারত (Team India) ও নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচ। সেই ম্যাচ শুরু হওয়ার আগে 'ইডেন বেল' বাজাবেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার সিএবি-র তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৫ সালে সিএবি (Cricket Association of Bengal) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই, ২০১৬ সালে ক্লাব হাউসের লোয়ার টিয়ারে 'ইডেন বেল' বসিয়েছিলেন মহারাজ। ঐতিহ্যবাহী 'লর্ডস বেল'এর আদলে এই 'ইডেন বেল' বসানো হয়েছিল। 


আরও পড়ুন: INDvsNZ: 'গুরু মারা বিদ্যে' সম্বল করে Rohit Sharma-কে আউট করেন Trent Boult!


২০১৬ সালের নভেম্বরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের সময় 'ইডেন বেল'এর উদ্বোধন করা হয়। প্রথমবার বেল বাজিয়েছিলেন কপিল দেব। এরপর সুনীল গাভাসকর, নাসির হুসেন, মহম্মদ আজহারউদ্দিন ছাড়াও বিস্বনাথন আনন্দ পর্যন্ত 'ইডেন বেল' বাজিয়েছিলেন। এমনকি ২০১৯ সালে ভারত বনাম বাংলাদেশ গোলাপি বলের টেস্টের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় 'ইডেন বেল' বাজিয়েছিলেন। 


যে সৌরভের হাত ধরে ক্রিকেটের নন্দন কাননে 'ইডেন বেল' বসেছিল, সেই মহারাজ এ বার 'ইডেন বেল' বাজাবেন। ঘরের মাঠে বোর্ড সভাপতি হিসেবে এমন সম্মান পেলেন সৌরভ। 


 (Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)