নিজস্ব প্রতিবেদন:  আইসিসি প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানের (India vs Pakistan) সাক্ষাৎ হলেও, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব নয়। সেটা জানিয়ে দিলেন আইসিসি-র (ICC) অন্তর্বর্তীকালীন সিইও জিওফ অ্যালারডাইস। ফলে তাঁর এমন বার্তায় দুই দেশের ক্রিকেট সমর্থকরা এমন খবরে আশাহতই হবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক টানাপোড়েনের জন্য ২০১২ সালের পর থেকে দুই প্রতিবেশী দেশ বাইশ গজে মুখোমুখি হয়নি। তবে গত আট বছরের ব্যবধানে বেশ কয়েকবার আইসিসি প্রতিযোগিতায় দুই দলের লড়াই হয়েছে। এ বার বাবর আজমের (Babar Azam) দলের কাছে ১০ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়া। সেই ম্যাচের টিআরপি চোখধাঁধানো হলেও,  বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ব্যাপারে আগ্রহী নয়। 


আরও পড়ুন: INDvsNZ: অবসরের গুজব উড়িয়ে আগামীর প্রস্তুতিতে ব্যস্ত Wriddhiman Saha


 


অ্যালারডাইস বলেন, "দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ও বিসিসিআই-পিসিবি'র সম্পর্ক নিয়ে আইসিসি একবারেই ভাবতে রাজি নয়। তাছাড়া দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে দুই দেশ ও উক্ত দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতি প্রয়োজন। এখানে আমাদের কিছুই করণীয় নেই। তবে দুই দেশ যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয়, তাহলে আইসিসি অবশ্যই এগিয়ে আসবে। আমাদের ইভেন্টে দুই দল মুখোমুখি হলে, আমরা অবশ্যই তাদের লড়াই আমরা উপভোগ করি। কিন্তু বাকিটা আমাদের হাতে নেই।"  


আইসিসি ইভেন্টের একদিন ও টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলার সুযোগ পায়নি। সেটা চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সেটা সম্ভব নয়। সেটা জানিয়ে দিলেন আইসিসি কর্তা। 


তবে দুই দেশের ক্রিকেটভক্তদের মনে আশার আলো জাগিয়ে বলেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দল কোয়ালিফাই করলে আমরা অবশ্যই সেই ফাইনাল নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করব।" 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)