নিজস্ব প্রতিবেদন: শনিবার কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভেঙেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। রবিবার কপিলের আরও একটা রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কপিলের ৪৩৪টি টেস্ট উইকেটের রেকর্ড টপকে গেলেন তামিলনাড়ুর অফ স্পিনার। প্রথম ইনিংসে জোড়া উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন অশ্বিন। ৪৩৫ তম শিকার হিসেবে অশ্বিন প্যাভেলিয়ানে ফেরালেন ধনঞ্জয় ডিসিলভাকে। বর্তমানে ভারতের সব থেকে বেশি টেস্ট উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে অশ্বিন। ৬১৯টি উইকেট নিয়ে একনম্বরে অনিল কুম্বলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারে ৪৩৪তম উইকেট নিয়েছিলেন কপিল দেব। সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁকে টপকে গেলেন অশ্বিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর তাই এই অফ স্পিনারকে সর্বকালের সেরা বলে দাবি করলেন। ম্যাচের শেষে রোহিত শর্মা বলেন, "আমার চোখে অশ্বিন হল সর্বকালের সেরা। গত কয়েক বছর ধরে অশ্বিন দেশের হয়ে অনেক ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছে। অনেকের ওকে নিয়ে একাধিক মতামত থাকতে পারে, তবে আমার মতে ও সর্বকালের সেরা।" 


সদ্য সমাপ্ত টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে এসেছে ৪৭ রানে ৪ উইকেট। ঘরের মাঠেও তাঁর পারফরম্যান্স চোখধাঁধানো হলেও বিদেশে কিন্তু অশ্বিন একেবারে ম্লান। দেশে ৫০টি টেস্টে এখনও পর্যন্ত ৩০৬টি উইকেট নিয়েছেন। গড় ২১.৩০। সেখানে বিদেশে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৩৪টি টেস্টে তাঁর ঝুলিতে এসেছে ১২৬টি উইকেট। গড় ৩১.৮৮। নিউট্রাল ভেন্যুতে ১টি মাত্র টেস্ট খেলেছিলেন অশ্বিন। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালের দুই ইনিংসে মাত্র চারটি উইকেট পেয়েছিলেন। 


যদিও রোহিত বলছেন, "দেশের হয়ে টেস্ট খেলা বিরাট ব্যাপার। শুরুর দিকে কোনও ক্রিকেটার এমন রেকর্ড গড়ার কথা ভাবতেই পারে না। যত সময় গিয়েছে অশ্বিন আরও উন্নতি করেছে। এবং সেটা দলের সাফল্যে কাজে লেগেছে। ও এমন একজন ক্রিকেটার যে সব সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকে। আমার এমন ক্রিকেটারকেই দরকার।"  


আরও পড়ুন: ICC Women’s World Cup 2022, INDWvsPAKW : বাইশ গজের বাইরে একরত্তিকে নিয়ে মা-মাসিদের খুনসুটি


আরও পড়ুন: Shane Warne Passes Away: বাবা নেই! মানতেই পারছেন না জ্যাকশন, ব্রুক, সামার
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)