নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে জিতে গেলেও দলের হতশ্রী ফিল্ডিং ও ক্যাচ ফস্কানোর বহর দেখে হতাশ রোহিত শর্মা। শুক্রবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে দেওয়ার পরেও রাগে গজগজ করছিলেন ‘হিট ম্যান’। এমনকি তাঁকে বলে লাথি মারতেও দেখা যায়! সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যারিবিয়ান ইনিংসের ১৬তম ওভারে নিজের বলে লোপ্পা ক্যাচ ফেলে দেন ভুবনেশ্বর কুমার। রোভম্যান পাওয়েল তখন ব্যাট চালিয়ে দলকে ম্যাচটা প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। ঠিক এমন সময় পাওয়েলকে একটি শর্ট বল করেন ভুবি। অফ স্টাম্পের বাইরে থাকা সেই ডেলিভারি লং অনের উপর দিয়ে মারতে চেয়েছিলেন পাওয়েল। তবে ব্যাটের উপরের দিকে চলে যায় সেই বল। তবে নিজের বলে ক্যাচ নিতে ব্যর্থ হন ভুবি। তারপরেই রাগের মাথায় বলে লাথি মারেন রোহিত।


আরও পড়ুন: INDvsWI: তৃতীয় ম্যাচের আগেই শহর ছাড়লেন Virat Kohli, Rishabh Pant, নেই শ্রীলঙ্কা সিরিজেও


আরও পড়ুন: INDvsWI: Bhuvneshwar-কে দরাজ সার্টিফিকেট, দলের জন্য গর্বিত Rohit Sharma



সেই রোভম্যান পাওয়েলই ৩৬ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। নেহাৎ ভারত ম্যাচটি ৮ রানে জিতে গিয়েছে। তা না হলে পাওয়েলের ক্যাচ ফেলে দেওয়ার জন্য ভুবিকে ‘ভিলেন’ বানিয়ে দেওয়া হত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)