INDvsWI: Bhuvneshwar-কে দরাজ সার্টিফিকেট, দলের জন্য গর্বিত Rohit Sharma
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের।
নিজস্ব প্রতিবেদন: একটা সময় মনে হয়েছিল রবিবার কিছুটা ভরে ওঠা ইডেন গার্ডেন্সের জন্য অপেক্ষা করতে হবে। ১৮ ওভার পর্যন্ত ম্যাচটা ক্যারবিয়ানদের হাতে ছিল। তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও রভমেন পাওয়েল মাত্র ৫৮ বলে ১০০ রান যোগ করে ম্যাচটা জিতিয়েই দিচ্ছিলেন। ভারত হেরে গেলে অবধারিতভাবে গত ম্যাচের সেরা রবি বিশ্নোই ‘ভিলেন’ বানিয়ে দেওয়া হত। কিন্তু ১৯তম ওভারে বল হাতে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। মাত্র চার রান দিয়ে তুলে নিলেন পুরানকে। বুঝিয়ে দিলেন ‘পুরনো চাল ভাতে বাড়ে।‘
তাই এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিততেই বহু যুদ্ধের নায়ক ভুবনেশ্বর কুমারকে প্রসংশায় ভরিয়ে দিলেন রোহিত শর্মা। ম্যাচের শেষে অধিনায়ক বলেন, “ভুবি যে সময়টা বল করতে এসেছিল সেটা ছিল আক্ষরিক অর্থে কঠিন মুহূর্ত। কিন্তু চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে বল করে গেল ভুবি। অভিজ্ঞতা যে বড় মঞ্চে আসল ব্যাপার সেটা এই ম্যাচ থেকে ফের বোঝা গেল। ডেথ ওভারে ভুবি এমন আগুনে বোলিং অনেক বছর ধরে করে আসছে। সেই জন্য ওর প্রতি আস্থা আছে।“
২০১৯ সালের ১৯ মার্চ এই মাঠের বাইশ গজে জ্বলে উঠেছিলেন বিরাট। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে আগুন ঝড়াচ্ছিলেন মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজ। তবে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে উড়িয়ে সে দিন ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। এর তিন বছর পর ফের নন্দন কানন ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে তাঁর অর্ধ শতরানের সাক্ষী থাকল।
আরও পড়ুন: INDvsWI: Virat-র ব্যাটিং, ভুবির দুরন্ত বোলিং, ১০০তম ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিল Team India
আরও পড়ুন: INDvsWI: ৩০তম অর্ধ শতরানের পর কী বললেন Virat Kohli?
৭টি চার এবং একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৯ বলে নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের ৩০তম অর্ধ শতরান পূর্ণ করে ফেললেন তিনি। ছুঁলেন রোহিতকে। তাই তো প্রাক্তন অধিনায়ককে নিয়ে উল্লসিত ‘হিট ম্যান’।
তিনি যোগ করলেন, “বিরাট যে ভাবে ব্যাট করে গেল সেটা এক কথায় অসাধারণ। ওর গড়ে দেওয়া মঞ্চের উপরেই শাসন করে গেল পন্থ ও ভেঙ্কটেশ। পন্থ কতটা কার্যকরী সেটা আগেই প্রমাণ করেছে। তবে শেষ দুটি ম্যাচে ভেঙ্কটেশকে দেখে খুব ভাল লাগল। ওর পরিণতিবোধ দেখে টিম ম্যানেজমেন্ট মুগ্ধ।“
পূর্ণ দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে ঘরের মাঠে তৃতীয় সিরিজ জিতলেন রোহিত শর্মা। তবে এই ম্যাচ জিতলেও দলের ফিল্ডিং ও ক্যাচ ফস্কানোর বহর দেখে খুশি নন জাতীয় দলের নতুন নেতা।
সেটা অকপটে স্বীকার করে জুড়ে দিলেন, “আমাদের কাজটা যে কঠিন হবে সেটা আমি শুরু থেকেই জানতাম। তবে শেষটা দুর্দান্ত হলেও বেশ কয়েকটা জায়গায় খামতি থেকে গিয়েছে। সেগুলো দ্রুত ভরাট করতে হবে।“
রবিবার শেষ ম্যাচে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারে দর্শক থাকবে। কিন্তু সেই ম্যাচে সিরিজের ভাগ্য নির্ধারণের টানটান পরিস্থিতি থাকবে না।