নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দল ও অধিনায়ক রোহিত শর্মার জন্য সুখবর। কোভিডকে হারিয়ে মাঠে নেমে পড়লেন শিখর ধওয়ান ও শ্রেয়স আইয়ার। দুই ক্রিকেটারের শেষ আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ এসেছিল। এরপএরেই দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পান দুই ক্রিকেটার। তবে গব্বর ও শ্রেয়স দ্বিতীয় একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবেন না। ৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার দলের মেডিক্যাল টিমের সামনে অনেকটা সময় ট্রেনিং করেন দুই ক্রিকেটার। এরপরেই তাঁদের ফিট সার্টিফিকেট দেওয়া হয়। তবে গব্বর ও শ্রেয়স কোভিডমুক্ত হলেও, এখনও নিভৃতবাসে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড। সিরিজ শুরু হওয়ার আগে দলের চারজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। 


আরও পড়ুন: IPL 2022, U19WC: কোন নিয়মের বেড়াজালে আটকে যেতে পারেন Ravi Kumar, Shaik Rasheed, Dinesh Bana-রা? জানতে পড়ুন


আরও পড়ুন: INDvsWI: অনুশীলনে যোগ দিলেন KL Rahul, Mayank Agarwal


 


আহমেদাবাদের প্রথম একদিনের ম্যাচে কায়রন পোলার্ডের দলকে ৬ উইকেটে হেলায় হারিয়েছিল ভারত। বিপক্ষকে ১৭৬ রানে অল আউট করতে বড় ভূমিকা নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপর চোট সারিয়ে মাঠে নেমেই ৫১ বলে ৬০ রান করেছিলেন রোহিত। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App