INDvsWI: আহমেদাবাদে পা রাখল Keiron Pollard-এর West Indies, কতদিনের নিভৃতবাস?
মারকাটারি ক্রিকেট যুদ্ধের অপেক্ষায়।
নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে টগবগ করে ফুটছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। এ বার সামনে শক্তিশালী টিম ইন্ডিয়া (Team India)। তাই রোহিত শর্মার (Rohit Sharma) দলের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার জন্য মঙ্গলবার ভোরে ভারতে পা রাখল কায়রন পোলার্ডের (Keiron Pollard) ক্যারিবিয়ান বাহিনী।
৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই জন্য ক্যারিবিয়ানদের আপাতত ঠিকানা আহমেদাবাদ। প্রায় ২৪ ঘন্টার দীর্ঘ যাত্রপথ পেরিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভারতে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ দল। তবে নতুন নিয়ম অনুসারে তিনদিন নিভৃতবাসে থাকতে হবে ক্যারিবিয়ানদের। এরপর অনুশীলনের জন্য মাঠে নামতে পারবেন পোলার্ডরা। ভারতে পা রাখার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: INDvsWI: ইডেনে থাকবে ৭৫ শতাংশ দর্শক, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন: কবে শুরু হচ্ছে Ranji Trophy? জানতে পড়ুন
এই সিরিজেই প্রথমবার পাকাপাকিভাবে ভারতের সীমিত ওভারের দলকে নেতৃত্ব দেবেন ‘হিট ম্যান’। প্রতিপক্ষ দলের নেতা আবার তাঁর বহুদিনের মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ ও বন্ধু পোলার্ড। রোহিতের দলের বিরুদ্ধে খেলতে উচ্ছ্বসিত পোলার্ডও। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে জয়টা দারুণ ছিল। এবার ভারতীয় দলের বিরুদ্ধে ইতিবাচক ফলাফল করাই আমাদের লক্ষ্য। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে খেলার অনুভূতিটা আলাদারকম হবে।“
তাছাড়া সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই প্রথমবার রোহিতের অধীনে খেলবেন বিরাট কোহলি (Virat Kohli)। তাই এই সিরিজের ওপর সবারই বাড়তি নজর থাকবে।