জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েকটা ঘণ্টা। ফের একবার সাদা কোকাবুরা বলটা হাতে নিয়ে রান-আপ নেবেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তবে এই শেষ বারের মতো। কারণ ২০ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার এ বার থামতে চলেছে। শনিবার ঐতিহ্যবাহী লর্ডসে (Lords) বাইশ গজের যুদ্ধকে বিদায় জানাবেন ময়দানের পরিচিত 'ঝুলু'। তাঁর বিদায় নিয়ে স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ বাংলা তথা ভারতীয় ক্রিকেট মহল। মাস কয়েক আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ (Mithali Raj) ৷ এ বার তাঁর আর এক সতীর্থ ও ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক 'চাকদহ এক্সপ্রেস' (Chakdah Express) অবসরের পথে ৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঝুলনের শেষ ম্যাচের সাক্ষী থাকতে বিশেষ ব্যবস্থা করেছে অভিষেক ডালমিয়ার (Avishek Dalmiya) সিএবি (CAB)। লর্ডসে ঝুলনের শেষ ম্যাচ দেখার জন্য সিএবি-র তরফে এলগিনের আইনক্স ফোরামে ব্যবস্থা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর দুপুর ২:৩০ মিনিট থেকে এলগিন রোডের আইনক্সের বড় পর্দায় বাংলার মেয়ের শেষ আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী থাকতে পারবে কলকাতার সাধারণ সমর্থকরা। 



নদিয়ার চাকদহ থেকে শুরু হওয়া ঝুলনের লড়াই আন্তর্জাতিক স্তরে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে ৷ তাঁর ঝুলিতে রয়েছে সর্বাধিক ৩৫২টি উইকেট ৷ মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটারও হয়েছেন তিনি ৷ ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ এ ছাড়া ঝুলন ২০৩টি একদিনের ম্যাচে ২৫৩টি উইকেট নিয়েছেন। সেটাও তো বিশ্ব রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে হরমনপ্রীত কৌরের মহিলা ব্রিগেড। ঝুলন গত দুই ম্যাচে মাত্র একটি উইকেট নিলেও রান কম দিয়েছেন। 


আরও পড়ুন: Sourav Ganguly, Jhulan Goswami: বাবা চেয়েছিলেন মেয়ে খেলুন ক্রিকেট! সৌরভ খুশি হতেন সানা যদি ঝুলন হতেন


আরও পড়ুন: IND vs AUS: নাগপুরে বৃষ্টির ভ্রুকুটি, রোহিত-বিরাটদের কপাল পুড়তে পারে!



ঝুলনের অবসর নিয়ে বিসিসিআই (BCCI) এখনও পর্যন্ত সরকারি ঘোষণা করেনি। যদিও বৃহস্পতিবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ঝুলনের অবসর নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন। সৌরভ ঝুলনের ভূয়সী প্রশংসা করে বলেন, 'ঝুলন প্রকৃত অর্থেই কিংবদন্তি। মহিলাদের ক্রিকেটে ও সর্বকালের সর্বাধিক উইকেটশিকারি। বাংলার মেয়ে, চাকদহের মেয়ে। আমার সঙ্গে ওর খুবই ভাল সম্পর্ক। বিগত তিন বছর আমি বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি। এই সময়ে মধ্যে ঝুলন, স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউরের সঙ্গে মহিলা ক্রিকেট নিয়ে আমার প্রচুর বৈঠক হয়েছে। সত্যি বলতে ঝুলনের জন্য আমি অত্যন্ত খুশি। ওর বয়স প্রায় ৪০। কী অসাধারণ কেরিয়ার ওর! আমিও চাইতাম আমার মেয়ে ক্রিকেট খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। ও যদি খেলে ঝুলনের মতো কেরিয়ার করতে পারত, তাহলে ব্যাপারটা অবিশ্বাস্য হত।'


ঝুলনের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে সৌরভ আরও বলেন, 'দেখুন খেলা একটা সময় শেষ হয়। সব খেলোয়াড়দেরই থামতে হয়। আগামী রবিবার গ্রেটেস্ট এভার রজার ফেডেরারও কেরিয়ারে ইতি টানবেন। এটাই স্পোর্টস। তবে মহিলা ক্রিকেটে ঝুলন যে, ছাপ রেখেছে বিশেষত মহিলা সিম বোলার হিসাবে, তা অসাধারণ। ঝুলন একজন রোলমডেল। ওকে সকলে অনুকরণ করবে। ঝুলন লর্ডসে শেষ ম্যাচ খেলবে। আমি চাই সর্বোচ্চ সম্মানের সঙ্গেই ও কেরিয়ার শেষ করুক। ঝুলন লর্ডসেই খেলা শেষ করার স্বপ্ন দেখেছিল। সেটাই হচ্ছে। ভারতের জন্য ঝুলন দীর্ঘদিন খেলেছে। অ্যাবসোলিউট চ্যাম্পিয়ন বলতে যা বোঝায়। আমাদের কাছে এটা দারুণ ব্যাপার।' 


বিগত এক-দেড় মাস ভারতীয় ক্রিকেটে ঝুলনের অবসর নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে আনুষ্ঠানিক ভাবে একটি কথাও বলা হয়নি। এমনকী ঝুলনকেও এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়েছেন। তবে এই প্রথম ঝুলনের অবসর নিয়ে প্রকাশ্যে বক্তব্য পাওয়া গেল। সৌরভের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, বিসিসিআই-এর পক্ষ থেকে ঝুলনের জন্য কী সম্মান তোলা থাকবে? যার উত্তরে সৌরভ বলেন, 'সেটা এখন নাই বা বললাম আমি।' এখন দেখার ঝুলনের জন্য কী চমক তুলে রেখেছে বোর্ড। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)